Mahi Rudro: একটি বেশব্লগ লিখেছে


সারা জীবনে
সে না লিখেছে, না পড়েছে।
সারা জীবনে
সে একটিও গাছ কাটে নি,
একটি বাছুরেরও গলা কাটে নি।
নিউ-ইয়র্ক টাইমস্‌-এর পশ্চাদ্দেশে,
সারা জীবনে,
সে একটা টু বলে নি।
কোন বান্দার বিরুদ্ধে
চড়া গলায় সে চ্যাঁচায় নি,
শুধু এইটুকু বলা ছাড়া:
“আসুন, বসুন -
আল্লার নামে ফেলতে পারবেন না।”
.
তথাপি
তার উদ্ধারের আশা-ভরসা নেই!
তার অবস্থা সঙ্গীন।
আল্লার প্রেরিত তার জন্য সমস্ত অধিকার
এখন সমুদ্রে নিক্ষিপ্ত এক চিলতে লবণ।
বিচারক ভদ্র ও ভদ্রাগণ,
ফরিয়াদী তার শত্রু সম্বন্ধে এক কণাও সে জানে না।
আমি হলফ্‌ ক’রে বলতে পারি,
যদি বিমান-নৌবাহক এন্টারপ্রাইজের
সকল সেনার সঙ্গে তার দ্যাখা হতো,
তবে সে সকল সৈন্যদের জন্য
সেবন করত বাখরখানি ও ডিম ভাজা--
তাজা তার ঝোলার থেকে।
.
---অনুবাদ : ওমর শামস।
.
[তাহা মুহম্মদ আলী,Taha Muhammad Ali (1931 - 2011)
প্যালেস্টাইনী কবি। শিক্ষা চতুর্থ শ্রেণী পর্যন্ত, কিন্তু জীবন ও
আত্মশিক্ষার অভিজ্ঞতায় প্যালেস্টাইনী দুর্দশার কবিতা লিখেছেন।
উদ্ধৃত কবিতাটি মহাপরাশক্তির সঙ্গে ক্ষুদ্র কওম-এর সংগ্রাম
ও অধিকার আদায়ের কবিতা।]

*বিদেশীকবিতা*

পাসওয়ার্ড ভুলে গেছেন?


অথবা,

এক্ষনি একাউন্ট তৈরী কর

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত