Mahi Rudro: একটি বেশব্লগ লিখেছেদস্তখত ক’রে হাত ধ্বসালো শহর
স্বয়ম্ভূ পাঁচ আঙ্গুল শ্বাস করলো আঁট,
দ্বিগুণ করলো মৃত, খণ্ডালো দেশ--
রাজা পাঁচজন এরা মারলো সম্রাট।
.
চুক্তি সই ক’রে হাত তাতালো রে জ্বর
জাগালো দুর্ভিক্ষ আর এলো পঙ্গপাল।
প্রবল সে হাত যেই দমালো মানুষ
এঁকে দিয়ে শুধু মাত্র নামাঙ্ক জাল।
.
স্কন্ধে পড়েছে ঢ’লে প্রবল সে হাত
চক-ধুলো সমাকীর্ণ আঙুলের গিরো,
পালক কলম ইতি করেছে যে খুন
সমাপ্ত ক’রে দিয়ে আলোচনা-টিরও।
.
মুর্দা শুমার করে রাজা পাঁচ জন,
ছোঁয় না দগ্ধ ঘা কিম্বা ভুরুকেই -
মমতাকে বাধ্য করে স্বর্গ যেমন,
কেননা হাতের মাঝে অশ্রু মোটে নেই।
.
--অনুবাদ : ওমর শামস।
.
[ ডিলান টমাস, [Dylan Marlais Thomas (1914 - 1953)],
ব্রিটিশ কবি। ‘দস্তখতের হাত’ কবিতাটিতে সম্রাট কিংবা
রাষ্ট্রশক্তির কলমের দস্তখতেই যে যুদ্ধ, সংহার, খুন ঘটে
তার নির্মম প্রতিকৃতি তুলে ধরেছেন।]

*বিদেশীকবিতা*

পাসওয়ার্ড ভুলে গেছেন?


অথবা,

এক্ষনি একাউন্ট তৈরী কর

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত