আশিকুর রহমান:
অনেকদিন পর এলাম, কিন্তু যাদেরকে চিনতাম, তাদের বেশিরভাগই মনে হচ্ছে বেশতোতে আসে না। অথচ ১বছর আগেও কি জম্পেশ আড্ডাটাই না হত (মনখারাপ)
আশিকুর রহমান:
ভেবে দেখলাম আমি যদি কখনও ছেলের বাবা হই, তাহলে তার অনেক বড় একটা নাম রাখব। করন বিশ্লেষন করে দেখেছি ডাক্তার এবং আর্মি অফিসার এদের নামগুলো অনেক বড় হয়। তার মানে হচ্ছে ডাক্তার বা আর্মি অফিসার হবার পূর্ব শর্ত হচ্ছে বিশাল বড় নাম। আমি প্রাথমিক শর্তটুকু পূরণ করে রাখব। বাকিটুকু আল্লাহর ইচ্ছা
আশিকুর রহমান:
একদিন মোল্লা নাসিরউদ্দিন তিন তলায় দাড়িয়ে আছেন, এমন সময় এক ভিক্ষুক এসে তাকে নিচে নামতে ইশারা করলেন। তিনি নেমে আসার পর, ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইল। তিনি ভিক্ষুকটিকে তার সংগে তিন তলায় যেতে বললেন এবং পৌছানোর পর বললেন "আজকের মত মাফ করেন"
আশিকুর রহমান:
সকালে ভূমিকম্পের সময় শুয়েই ছিলাম। কারন ছোটবেলার পরে থেকে আর শুয়ে শুয়ে বিছনায় দোল খাইনি। তাই যখন দুলুনি শুরু হল , তখন ভাবলাম এই ফাকে একটু দোল খেয়ে নেই
আশিকুর রহমান:
আকরাম খান একবার দুঃখ করে বলেছিলেন_ তামিম খারাপ করলে আমার ভাতিজা, আর ভাল করলে সবার ভাতিজা,
,
চিন্তা করে দেখলাম
মাহামুদুল্লাহ খারাপ করলে বলা হয় মুশফিকের ভাইরা,
তাহলে সে ভাল করলে কি সবার ভাই _________________ :-P
আশিকুর রহমান:
কতদিন হল সকাল দেখি না,
তোমার ওই হাতে আর হাত রাখি না।
কতরাত গেল জোছনা মাখি না,
এই হৃদয় জুড়ে রাখি না।
অনুভবে তুমি তবু মিশে যে আছো
একি গভীর মায়ায় তোমারি ছায়ায়।
সারাপি জীবন বুঝি কেটে যাবে
তোমারি ছায়ায়, স্মৃতির পাতায়।
তুমি আসবে না, জানি আসবে না আর