জঙ্গলে একটি গাধা খুব ভীত ভাবে জোরে দৌড়াচ্ছিলো ....
ইঁদুর তাকে জিজ্ঞেস করলো : কি হয়েছে ? এতো জোরে দৌড়াচ্ছো কেন?
গাধা বললো : তুমি জানো না ? জঙ্গলে পুলিশ এসেছে, হাতিদের ধরে নিয়ে যাচ্ছে!
ইঁদুর অবাক হয়ে বললো : তো হাতিদের ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি ভয়ে দৌড়াচ্ছ কেন ?
গাধা বললো : আরে ভাই এটা বাংলাদেশ , আমাকে ধরে নিয়ে গেলে
২০ বছর আদালতে এটা প্রমান করতেই লাগবে যে আমি হাতি নই, গাধা।
এই কথা শুনে ইঁদুরও দৌড় লাগালো। (কান্না)
গরমে ঘাম হয়, ঘাম থেকে দুর্গন্ধ। ঘামের এই দুর্গন্ধের জন্য আমরা নিজেরাও অনেকখানি দায়ী। আমাদের কিছু অভ্যাস এবং খাবারের কারণে ঘামের এই দুর্গন্ধ হচ্ছে। যে সব খাবার ঘামে দুর্গন্ধ সৃষ্টি করে, এখানে তার কিছু ...বিস্তারিত
Mahi Rudro:
.
ছোটবেলায় পিনোকিও পড়েছিলাম।
সে যতবার মিথ্যা কথা বলছিলো, ওর
নাকটা একটু করে বড় হয়ে যাচ্ছিলো।
.
নেতারা যখন জনসভায় বক্তৃতা দেন,
মাঝে মাঝে মনে হয়, সবার একটা করে
পিনোকিও নাক থাকলে আমাদের জন্যে
বক্তৃতা বুঝা সহজ হতো।
Mahi Rudro:
.
খুব ছোটবেলা থেকে বাবা-মা আর বড়রা
আমাদের ভেতরে কিছু মূল্যবোধ তৈরী করে দেন।
আমরাও ভাল-মন্দের একটা ধারনা নিয়ে
বড় হতে থাকি।
এভাবেই গড়ে ওঠে ব্যক্তিত্ত্ব।
Mahi Rudro:
.
আমাদের বাবারা টাকা জমান
ছেলের পড়াশোনার জন্য, আর মেয়ের বিয়ের জন্য ।
এই বিয়ে মানে 'সম্প্রদান' । সেখানে নারী আজ্ঞাবহ...
পুরুষ ভোগ করে রাজনৈতিক, সামাজিক আর
ধর্মীয় ক্ষমতা । সে নারীর উপর চাপিয়ে দেয়
নিজের পুরুষতান্ত্রিক ক্ষমতা । সব মিলিয়ে
সামন্ততান্ত্রিক ক্ষমতা।
Mahi Rudro:
.
নারীর নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব--- মানলাম।
কিন্তু যে নারী প্রতি রাতে স্বামীর হাতে ধর্ষিতা হয়,
তার নিরাপত্তা কে দেবে ? যে কিশোরী কাকা মামা
দাদা'র হাতে ধর্ষিতা হয়, তার নিরাপত্তা কে দেবে ?
Mahi Rudro:
.
ছোটবেলা থেকে মানুষ বাড়ির বড়দের
কাছে যা শুনে আসছে, বড় হয়েও সেটা
চোখ বন্ধ ক'রে বিশ্বাস করে। এত যে
ধর্মের বিভেদ, জাতের বিভেদ--
সেই একই তো কারন। অন্ধ বিশ্বাস! (ঘোলাটেদেখি)
Mahi Rudro:
.
দিম্মা কখনও লিফটে ওঠেন না। বলেন,
যন্ত্রে বিশ্বাস নেই। যদি কাজ না করে !
যদি তার ছিঁড়ে পড়ে ! তাই একটু কষ্ট
হলেও, একটু বিশ্রাম নিতে হলেও সিঁড়ি
দিয়ে হেঁটে উপরে ওঠেন। আর বলেন,
কখনও অন্যের উপর নির্ভর করিস না।
.
কিসের সাথে কী ! (চিন্তাকরি)