@gaziaziz
ইসলাম বলে 'অমর' বলে কিছুই নেই বিজ্ঞানিরা যতোই বলুন যে, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও প্রাণের অস্তিত্ব থাকবে; ইসলাম কিন্তু তা বলে না। কুরআনে স্পষ্ট করে বলা হয়েছে, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। তা সে প্রাণী যতো বৃহৎ বা যতো ক্ষুদ্রই হোক না কেনো। অর্থাৎ অমর বলতে যা বোঝায়, শেষ পর্যন্ত সে রকম কিছু পৃথিবীতে এক সময় থাকবে না। ইসলামি বিশ্বাস এমনই। কারন এই বিশ্ব ব্রাম্মান্ডই ধংস হয়ে যাবে, সেখানে প্রানী টিকে থাকে কিভাবে?
অথবা,
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।