@priyonty
পাঁচ বছর আগে যখন দুজন দুজনের প্রেমে দিনরাত ভুলে থাকছে তখনই কোন একদিন নিতু রাজকে তার স্বপ্নের কথা বলেছিলো "" জানো আমার না নৌকা করে দূরে কোথাও সারাদিন বেড়াতে যেতে ইচ্ছা করে ,আকাশি রং এর শাড়ি পরা থাকবে ,নুপুর
পায়ে নৌকার পাশে পা ঝুলিয়ে দিবো ,ঢেউ এর সাথে সাথে পা ভিজবে আর বাতাসে খোলা চুল
উড়বে আমি তাকিয়ে থাকবো নীল আকাশের দিকে ”কি অসাধারণ দৃশ্য তাই না ?কিন্তু আজ নিতু আকাশের দিকে
নয় রাজ এর মুখের দিকে তাকিয়ে আছে,আর রাজ দুষ্টুমিভরা চোখে নিতুর দিকে তাকিয়ে হাসছে
। নিতু কি বলবে ভেবে পেলনা শুধু রাজকে জড়িয়ে ধরে ওর গভীর ভালবাসায় হারিয়ে যেতে
লাগলো !!!
অথবা,
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।