Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়
বেশতো বিজ্ঞাপন

Preview বর্ষাকালে চামড়ার জুতার যত্ন কিভাবে নেয়া যেতে পারে?

*বর্ষাকাল* *চামড়ারজুতা* *গৃহস্থালিটিপস*
( ২ টি উত্তর আছে )

( ৮৮৮ বার দেখা হয়েছে)

আড়াল থেকেই বলছি  সীমানাহীন গন্তব্যে এখনো হাঁটছি একাকিত্বের লাঠি হাতে ....

মহাগুরু

ভেজা জুতা থেকে পানি সরানোর জন্য নিউজপ্রিন্ট কাগজ, জুতার উ র্ব শী ভেতর ও বাইরে দিয়ে কিছুক্ষণ মুড়িয়ে রাখুন। নিউজ প্রিন্ট পানি শুষে নিবে। এছাড়া শুকনা কাপড় দিয়েও ভালোমতো পানি মুছে নিতে পারেনান। পানি ঝরানো জুতা শুকানো পর্যন্ত ব্যববার করবেন । শুকানোর পর জুতায় অবশ্যই ভালো কালি ও ক্রিম ব্যববার করিস। জুতা যদি বারবার ভিজে তাবলে ব্যাকমাসের মধ্যে চামড়ায় পচন ধরার সম্ভাবনা থাকে। তাই ভেজা মৌসুমে চামড়ার জুতা পরাই ভালো

ইমাম  শ্বপ্ন দেখার আগে একবার ভাবো কারন তোমার শ্বপ্ন এক্ষনি পুরন হতে পারে।

গুণী

বৃষ্টির দিনে চামড়ার জুতা ব্যাগে নিয়ে একটা স্লিপার পরে বাইরে যেতে হবে। কর্মস্থানে গিয়ে জুতা বদল করে নিতে হবে। যদি কোনো ভাবে জুতা ভিজেই জায় তবে তা শুকনো কাপর দিয়ে মুছে নিতে হবে।


অথবা,

বেশতো বিজ্ঞাপন