জান্নাতুল ফিরদৌস
প্রশ্ন করেছেন


নকিয়া ১৬০০ (২০০৫)

নকিয়া ২১০০

মডেল ভুইলা গেছি, SIEMENS ছিল

স্যামসাং। মডেলের নাম মনে নেই। সি-২৫ বা এরকম কিছু। মাথায় এ্যান্টেনার মতো ছিল। গ্রামীণ সিমসহ ৮ হাজার টাকা দাম পড়েছিল। ওই সেট হারিয়ে গেলে আমার আফসোস হয়েছিল। না, সেটের জন্য না, যে নিয়েছে তার জন্য। কারণ সেটের জীবনী শক্তি ফুরিয়ে এসেছিল। অটো চার্জারে চার্জ হতো। একটু পর আবার মুমূর্ষু অবস্থা হতো।

নোকিয়া মিউজিক এক্সপ্রেস এর চায়না মডেল ছিল তাও সেকেন্ড হ্যান্ডস!

আমি জীবনের প্রথম মোবাইল সেট পাই অফিস থেকে। বছরের সেরা অফিসার হিসেবে গ্রামীণ সিমের সংযোগসহ ফিলিপস সেভি নামের একটি সেট উপহার পাই ২০০১ সালের শেষের দিকে। এরপরে সিমেন্স, মটোরলা, নকিয়া এবং বর্তমানে স্যামসাং গ্লাক্সি গ্র্যান্ড-২ ও গ্লাক্সি পকেট সেট ব্যবহার করছি। বলে রাখা প্রয়োজন আমি কেন জানি আই ফোন পছন্দ করি না।

নকিয়া ১৬০০

একটা সিডিএমএ সেট "verizon"

মোবাইল ব্যবহার শুরু করেছিলাম SEIMENS A70 দিয়ে ২০০৪ সালে। সেই থেকে এ পর্যন্ত মডেল পরিবর্তন করেছি ৩৮ টার মতো......।। তবে সবথেকে বেশী দিন ব্যবহার করেছিলাম NOKIA 9300 মডেল টা ২০০৮ এ। এখন আছি iPhone এর উপরে...।

এলজি ...বাট মডেল মনে নেই!

নকিয়া 3310

thik মনে porchhe না. নকিয়া ৫৩৩০ হবে মনে হয়. নিল রঙের বেশ বড় .

নকিয়া ১৬০০ (২০০৬)

SIEMENS A50

নোকিয়া 6230

নোকিয়া ১১০০। চরম সার্ভিস দিতো। আছাড় মারলেও কিছু হতো না... :)


জীবনের প্রথম মোবাইল হলো Citycell তার পর Simens আমি দুটোই ফোন কেই খুব মিস করি।কিন্তু দুটো ফোনে খুব গেমে খলতাম বলে চার্জ টেকশই হতনা।
ইসসস আবার যদি এই মোবাইল গুলো ইউস করতে পারতাম!!!!!

নকিয়া ১১০০

TCL সিলভার কালারের ফোল্ডিং সেট - আমার জীবনের প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় এই ফোন দিয়ে |

মটোরোলা V3i

SAMSUNG. মডেলটা মনে করতে পারছিনা

নকিয়া 1600
নকিয়া ১১১০ , এর রিংটোন বানাতাম ডায়াল বাটন চেপে চেপে এভাবে 8#f3 8#f3 8#f3 8#f3 4g3 8#f3 4e3 8e3 8a3, অনেকদিন পর মনে পরছে

SIEMENS A50

মডেল ভুলে গেছি, SIEMENS .blue কালার সেট .
নোকিয়া ১১০০

X-100 MOTOROLLA উপহার হিসেবে পেয়েছিলাম জীবনের সেট| কিজে অনুভুতি ছিল, মাঝে মাঝে মনে হত এই বুঝি বেজে উঠলো|

সিমেন্স এ ৭০

নকিয়া ১১০০

আমার প্রথম ব্যবহার করা মোবাইল ছিলো TCL মডেল টা ঠিক মনে নাই।

প্রথম ব্যবহার করা মোবাইলটি ছিল নোকিয়া.. মডেল মনে নেই।

নোকিয়া ২৬০০

Nokia 2600


নোকিয়া ১১০০

nokia 1200

মটোরোলা ভি৬২০ , কাজের বেটি চুরি করে নিয়া গেসিলো, এখনো ভুলতে পারিনা সেই পুরানো প্রেম

ইরিকসন

নকিয়া 3110

সঠিক জানি না
সিমেন্স m65

স্যামসাং এস জি এইচ -এক্স ২৫০ মডেলের একটি মোবাইল যার রিংটোন গুলো এখনও মনে পড়ে।

Nokia 2600c-2

সিমেন্স A-52

নকিয়া ১১১০

xperia mini pro... :D

sony ericsson |


উত্তর: আমার জীবনের প্রথম মোবাইলটি ছিল নোকিয়া - (নাম্বারটি মনে নেই দু:খিত!.......... ধন্যবাদ..............

নকিয়া ১১০০

নকিয়া ১১১০/ ২০০৮

মোবাইলটার নাম ছিল trium কিন্তু মডেল কত তা মনে নেই.. ২০০১-২০০২ এর দিকে ভালই ছিল ফোনটা...

সিমেন্স..মডেল নাম্বার মনে নেই

উত্তর: নোকিয়া (নাম্বারটা মনে নেই দু:খিত) .... ধন্যবাদ.......

নোকিয়া ৩১০০, বাবা দিয়েছিলেন । সারাদিন সাপ খেলতাম ।

Siemens A62 . বাবার দেয়া উপহার।। :)

ভোদাফোনর কালো সাদা ফোন

সাজেম

বিখ্যাত নকিয়া ১১০০. দারুন একটা ফোন।

I phone 5

আমাদের পরিবারে ২০০২ সালে পারিবারিক ভাবে প্রথম ফোন ব্যাবহৃত হয় MAXON নামের একটা কোম্পানির, মডেল নাম্বার ছিল 3204. আর ব্যাক্তিগত ভাবে নিজে প্রথম ফোন ব্যবহার করি ২০০৫ সালে। AMOI নামে একটা কোম্পানির,মডেল নাম্বার অজানা।

নোকিয়া ১৬০০

সিমেন্স ছিল, মডেল নাম্বার মনে নেই :(

c101

এলকাটেল....মডেল মনে নাই.... ২০০৩ এর দিকে

নোকেয়া ৩৩০০ মোবাইল আমার জীবনে প্রথম।

সু-খবর! সু-খবর!! সু-খবর!!! সারা দেশে এজেন্ট নিয়গ চলছে সহজ সরতে একটি ফ্লেক্সি সিম থেকে অটোম্যাক্স ফ্লেক্সিলোড সিস্টেম এর মাধ্যমেআপনি একই সঙ্গে ৫ টি মোবাইল অপারেটরে মাত্র ১০ সেকেন্ডে ফ্লেক্সিলোড দিতে পারবেন।ফ্লেক্সি কমিশন 2.9%অটোম্যাক্স ফ্লেক্সিলোড সিমের জন্য যোগাযোগ করুন: 01911 858284 01911585113 noleya Flexi Load

নোকিয়া ১১১০, আমার প্রথম মোবাইল। ২০০৬ সাথে বাসা থেকে কিনে পেয়েছিলাম। পুরাতন কোড এর নাম্বার টা এখনো আছে, মোবাইল টা নেই।
