কষ্ট গুলো বড় অদ্ভুত, যখন সবার সাথে হাসি খুশিতে থাকি তখন সে লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন এসে নিরবে অশ্রু ঝরায়
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু যদি ফুল ফিরিয়ে দাও তবে দিতে পারি তোমায় এই দু চোখের ভরে ওঠা জলধারা।
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।