নাফিসা আনজুম রাফা:
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন
খানে পালায়।
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।
দীপ্তি:
একজনকে সুপারিশ করেছে
"বেশতোতে এসে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে l কিন্তু কিছু মানুষ আছেন যাদের না দেখেই আমি *আমারপ্রিয়* মানুষদের তালিকায় অন্তর্ভুক্ত করেছি, (নিচেদেখ) রনি ভাইয়া সেই তালিকার একজন (খুকখুকহাসি)"
শ্রীলা উমা:
শুধু *আমারপ্রিয়* বললে ভুল হবে *অসম্ভবপ্রিয়* একটা সাধরণ কিন্তু তবুও আমার কাছে অসাধারণ,অনন্য-সাধরণ ফুল "জারুল" ,অনেক স্মৃতি জড়িয়ে আছে ফুলটার সাথে দেখলে এখনও মনটা ভালো হয়ে যায়
ধূমকেতু:
বিষয় টা খুব ই পেইনফুল..যখন ই *আমারপ্রিয়* কোনো মানুষের ফোন অথবা এসএমএস এর জন্যে অপেক্ষা করি এন্ড দ্যান ফোন এ হঠাত এসএমএস আসে তখন খুব আশায় দুরুদুরু বুকে ফোন হাতে নিয়া যদি দেখি *বালেরটেল* থেকে মেসেজ আসছে তখন কিরাম যে লাগে নারে মামা (রাগী)(বিরক্ত২)(রাগী)