১. ম্যাকের আইলাইনার কাজলঃ তারুণ্যদীপ্তলুক দিতে চাইলে ম্যাকের কাজলের কি কোন বিকল্প কি হতে পারে? আর তাছাড়া কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের জন্য এটা নিরাপদ। পেনসিল স্টাইলের এই কাজলটি উপর আর নিচের ল্যাশ লাইনে লাগানো যায়। ৬-৮ ঘন্টা দীর্ঘস্থায়ী হয়। দামটা একটু বেশিই পড়বে ১৪০০ টাকা। বিভিন্ন শেডের যেমন ব্ল্যাক,কফি,গ্রিন, ডার্ক ব্লু ম্যাকের কাজল সত্যিই চোখকে মোহনীয় করবে।
২. বুরজোইস খোল এন্ড কন্টর আইপেন্সিলঃ জোজবা অয়েল সমৃদ্ধ বুরজোইস কাজল বেশ মসৃণ এবং চোখে লাগালে ফ্রেশ দেখায়। ওয়াটারপ্রুফ এই কাজল স্মোকি মেক আপের জন্য উপযোগী এবং টেক্সচারটি কিছুটা ক্রিমি। চোখের কোলেও দেয়া যাবে।এটি ১৬ ঘন্টা স্থায়ী থাকবে,ছড়াবেও না। এটি ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
৩. ববি ব্রাউন আই কাজল লাইনারঃ ববি ব্রাউনের আই কাজল লাইনার বিশ্বজুড়ে সমাদৃত। চোখের পাতায় লাগালে ভালভাবে বসে থাকে, ঘেমে গেলে ছড়ায় না। এর সফট টেক্সচার স্মোকি আইসের জন্য পার্কফেক্ট লুক এনে দিবে।শুধু একটাই ঝামেলা সেটি হচ্ছে শার্প করা।ছয় ছয়টি স্বতন্ত্র কালারের ববি ব্রাউনের কাজল এর প্রতিটির দাম পড়বে প্রায় ২০০০ টাকার মতো।
৪. মেবিলিন কোলোজাল কাজলঃ
এই কাজলটি এখন ক্রেতাদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে। হলুদ রঙের প্যাকেটে মেবিলিন কাজল সরাসরি ভারত থেকে দেশ বিদেশে সৌন্দর্যপ্রিয় মানুষের হাতে পৌঁছে যাচ্ছে।ভিটামিনইসমৃদ্ধডার্কব্ল্যাক কোলোজাল কাজল চোখে একটা ম্যাট লুক এনে দেয়। এটি একদমই ছড়ায় না এমনকি দীর্ঘস্থায়ী থাকে ৬-১২ ঘণ্টা পর্যন্ত। রোলিং সিস্টেমে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে হয়। এর দাম পড়বে ৩০০-৩৫০ টাকা।
৫. ল্যাকমে আইকনিক কাজলঃ তাড়াহুড়া করে বাইরে যাচ্ছেন,ঝক্কি ঝামেলা ছাড়াই আইকনিক কাজলের একটান আপনার চোখকে আকর্ষণীয় করে তুলবে।ওয়াটারপ্রুফ ল্যাকমের আইকনিক কাজল ১০ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকে।ডারমাটোলজিস্টসদের মতে,চোখে অ্যালার্জির সমস্যা থাকলে আইকনিক কাজল দিলে কোন সমস্যাই অনুভূত হবে না। আর এটা মুছে ফেলাও সহজ।এটাতেও রোলিং সিস্টেম আছে। বাজারে কালো ছাড়াও হোয়াইট,ব্লু,গ্রে কালারের আইকনিক কাজল পাওয়া যায়। দাম পড়বে প্রায় ৪৫০ টাকার মতো।
৬. লরিয়েল প্যারিস কাজল ম্যাগিকিউঃ কোকোয়া বাটার,ভিটামিন ই ও ভিটামিন সি সমৃদ্ধ ওয়াটারপ্রুফ লরিয়েল প্যারিসের কালো পেনসিল কাজলটি ১২ ঘণ্টা পর্যন্ত ছড়াবে না। দাম পড়বে ৩০০ টাকা। (সংগ্রহীত)
অসমাপ্ত কাব্য:
তুমি আমাকে প্রশ্ন করেছিলে কেমন করে ভালবাসি তোমাকে,
এর হয়তো কোন উত্তর নেই,
কিংবা কে জানে? হয়তো অনেকগুলো উত্তর।
তবে একটা কথা জানো, রূপা?
চশমার ভিতর দিয়ে যখন তোমার চোখদুটি দেখি
তখন মনে হয়,
ওই চোখে একটু কাজল দিলে হয়তো আমি মরেই যাবো।
চশমাটা একটু খুলে রাখবে,
মরার আগে আরেকবার মরে নেই......!!
জুনি:
*মেহেদী* *কাজল* আর ঠোটে হালকা রঙের লিপস্টিক,ব্যাস শেষ আমার ঈদের সাজ,চুল সাধারনত আমি খুলেই রাখি,এবার ও সেটাই করব,আর গয়নায় থাকবে জামার সাথে মিলিয়ে কানে ছোট দুল,এইত আমার *ঈদসাজ*