সাদাত সাদ:
শীতকালে বেড়ানোর জন্যে সবচেয়ে উপযুক্ত জায়গা হলো গ্রাম। শীতেরসকালে খালি পায়ে শিশিরভেজা দূর্বাঘাসে হেঁটে মন কে একটু হলেও সতেজ করা যেতে পারে। এছাড়া হরেকরকমের তাজা শাকসবজি ও পাওয়া যায় এই মৌসুমে, তো অন্তত কিছুদিনের জন্যে হলেও ফরমালিন মুক্ত শাকসবজির স্বাদ নিতে পারেন। তো ঘুরে আসুন গ্রাম থেকে, ইচ্ছে হলে আমার গ্রাম পঞ্চগড় ও যেতে পারেন অগ্রিম নিমন্ত্রণ।