
গরমকালের বিব্রতকর একটি রোগের
নাম ঘামাচি। ঘাম থেকেই ঘামাচির সৃষ্টি হয়। এই রোগটির উপদ্রব শুধুমাত্র
গরমকালেই হয় আর শীত এলেই আপনা-আপনিই ভালো হয়ে যায়।
চিকিৎসা
বিজ্ঞানের ভাষায় এই রোগটির নাম হলো মিলিয়ারিয়া। এটি একটি ঘর্মগ্রন্থির রোগ।
ঘর্মগ্রন্থির নালী অতিরিক্ত আর্দ্রতা আর গরমে বন্ধ হয়ে এই রোগের সৃষ্টি
করে। তবে অর্থনৈতিকভাবে সচ্ছলতা থাকলে এ রোগটি থেকে মুক্ত থাকা সম্ভব। যেমন
ধরুন কোনো ব্যক্তি যদি ঘরে, অফিসে এবং গাড়িতে এয়ারকুলার ব্যবহার করেন তবে
বলা যায়, তার এ রোগ হওয়ার আশঙ্কা গরমকালেও নেই। যারা তা পারেন না তাদের সব
সময়ই ঠাণ্ডা পরিবেশে থাকতে হবে। অর্থাৎ একটি ফ্যান অন্তত সার্বক্ষণিকভাবে
মাথার ওপরে রাখার ব্যবস্থা করতে হবে। আবদ্ধ ঘর না হওয়াই বাঞ্ছনীয়।
গ্রীষ্মকালে
দেহ থেকে প্রচুর পরিমাণে ঘাম নিঃসরণ হতে থাকে ফলে তা ঘর্মগ্রন্থির নালীকে
ফুটো করে ত্বকের নিচে এসে জমা হতে থাকে, যা পানিভর্তি ছোট ছোট দানার আকারে
ফুলে উঠতে দেখা যায় এবং চুলকায়। তাতে সামান্য জ্বালাপোড়া ভাবও থাকে। মূলত
এটাই হচ্ছে ঘামাচি।
(সংকলিত)