নেটে দেখলাম জ্যোতিষী নাকি বলেছেন, বাংলাদেশ টি টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হলে তো ভাল, আমরা সবাই সেটাই চাই। এখন কষ্ট হলো বেচারা জ্যোতিষী কে খুঁজে বের করা। কেননা বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন না হয় তবে তাকে যে পানিতে চুবাইতে হইবে (হিহিহি) (হাসি২) (হিহিহি) (হাসি-৩) (হিহিহি)
[রানী-ফাটায়লামু]
তরুণী জ্যোতিষীর কাছে গিয়েছেঃ
তরুণীঃ আমার দুইজন প্রেমিক । আমার সাথে কার বিয়ে হবে??
কে সেই ভাগ্যবান?
.
.
.
জ্যোতিষীঃ দ্বিতীয়জনের সাথে তোর বিয়েহ হবে ।
প্রথমজন হল ভাগ্যবান!
খলিলুর রহমান ফয়সাল:
প্রতিদিন আমার রাশিতে লেখা হয়- "ভেঙ্গে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগবে, অনাকাঙ্খিত অর্থ চলে আসবে৷ সৃষ্টিশীল কাজের মূল্যায়ন হবে৷" এসব আউল ফাউল তথ্য ওরা কোথায় পায়? জ্যোতিষী গুলারে মাইর দেয়া উচিত ৷
এক ব্যক্তি ভাগ্যের সন্ধানে জ্যাতিষীর কাছে হাত দেখাতে গিয়েছে।
সেই ব্যক্তির হাত দেখে জ্যোতিষী বলছে……………
জ্যোতিষী: আপনার জীবনে ১৩ নারীর আগমন ঘটবে।
ব্যক্তি: (মহাখুশিতে) তাই নাকি ???কী কপাল নিয়া যে জন্মাইছিলাম !
জ্যোতিষী: বেশি খুশি হইয়েন না।
ব্যক্তি: কেন?
জ্যোতিষী: কারন ১৩ নারীর একজন আপনার বিবি আর বাকিগুলা আপনার কন্যা। (হাসি-৩)