আলী নূর ফাহাদ:
*টাইম-ট্রাভেল* আমাদের সামনে যিনি ইমামতি করছেন তিনি হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ (সাঃ) , আমার এক পাশে দাঁড়িয়ে আছেন আবু বকর (রাঃ) আর এক পাশে উমর (রাঃ),আমি এরকম একটা সময়ে চলে যেতে চাই। ইসলাম নিয়ে সন্দিহানদেরকে বলছি।আমার সাথে ঘুরে আসুন,বদলে যাবেন :)
কবি:
*টাইম-ট্রাভেল* করতে বিরাট ভয় পাব..কেননা অতীতের থেকে বাচতে বর্তমান কে আকড়ে রাখা..আর ভবিষৎ টা jodi জেনেই গেলাম তবে এই জীবন রেখে কি লাভ.. (চিন্তাকরি)
মুকতাদির:
কলেজে পড়াকালীন সময়ে আমার বাবা নাকি নানা ভাবে আমার মা কে পটাতে চাইতেন। মনে মনে পছন্দ করলেও প্রথম প্রথম মা বাবাকে একদম পাত্তা দিতেন না। শেষ পর্যন্ত বরফ গলে ...বাবার অনড় মনভাবের কাছে মা নতি স্বীকার করেণ। *টাইম-ট্রাভেল* করে আমি সেই সময় দেখতে চাই। (লজ্জা)