আন্তর্জাতিক নারী দিবসে সব নারীদের প্রতি সম্মানটা এইভাবেই অটুট থাকুক
আন্তর্জাতিক নারী দিবস
মেয়েরা ছলনাময়ী বলেই হয়ত তারা ভালো থাকে smile emoticon
তাদের সবসময় ভালো থাকতে হয়,
প্রেমিকের রূদ্ধ কন্ঠ তাদের নিশ্চুপ হয়ে শুনতে হয় unsure emoticon
বাবা মার মুখের দিকে তাকিয়ে নিজের ইচ্ছেকে প্রতিনিয়ত কবর দেয় এরা frown emoticon
দুঃখ প্রকাশে নিরবতাকেই বেছে নেয় cry emoticon
অপেক্ষাকৃত ক্ষমতাশীন হওয়ায় মুখ বুছে সহ্য করে অবিচার , অপরাধ frown emoticon
তবুও এরা ভালো থাকে kiki emoticon
কন্যা হিসেবে, প্রেমিকা হিসেবে , অর্ধাঙ্গী হিসেবে কিংবা মা হিসেবে smile emoticon
Respect for those fighters, smile emoticon
respect for all woman in the world smile emoticon
নারী দিবসের শুভেচ্ছা সকল আপিদের smile emoticon
আজকের দিনে কষ্টগুলোকে উড়িয়ে দিয়ে নতুন উদ্দ্যমে জীবনের লক্ষ্য পৌঁছাবার ইচ্ছা রাখি kiki emoticon
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।