রাহুল আদিত্য:
*হাতিরঝিল* খুবই সুন্দর মনোরম পরিবেশের একটি জায়গা, এত সুন্দর *নয়নাভিরাম* পরিবেশ ঢাকার ভিতরে তা অকল্পনীয়। তা এখনো খুব সুন্দর.. তবে আমাদের জনগন একটু সচেতন হলে এই সুন্দর পরিবেশ আজও কালও দেখতে পারবে সবাই।ঝিলের পাড়ে বসে বিকালের সূর্য ডুবার দৃশ্যটা (জোস)