[বাঘমামা-চুপকরো]
জোরদার বক্সিং ম্যাচ চলছে...মিলন ভাই @Samaritan ছুটে ছুটে দুই বক্সারকেই উৎসাহ দিচ্ছে
একবার এর কাছে - মার্ শালাকে, আরো জোরে মার্, মেরে দাঁতখুলে নে...!
আবার পরক্ষনেই ওর কাছে -মার্, পিটিয়ে লাট করে দে, দাঁতগুলো সব ভাঙ্গা চাই কিন্তু...!
খেলা শেষে একজন জিগ্গেস করলেন আপনি আসলে কোন বক্সারের সাপোর্টার ছিলেন?
মিলন: আমি তো কারো সাপোর্টার নই!
- চেঁচাচ্ছিলেন কেন ?
.
.
.
মিলন: আসলে আমি দাঁতের ডাক্তার কিনা!
একলোক বাসে চড়ে যাচ্ছে।
হটাৎ সে তার
আমাদের রাজু ভাই ছুট বেলায় সব কিছুতেই ওভার নিশ্চিত না হয়ে কিছু করতেন না বা বলতেন না l একদিন বাসে কোথায়ও যাচ্ছেন পাশে বসা লোকটিকে হটাত করে কিছু জিগ্গেস করলেন-
রাজু: ভাই পাদের কি ঝোল হয়...?
লোক: নাতো ।
কিন্তু কেন...???
.
.
.
রাজু: ওহহহ! তাইলে মনে হয় .... ইয়ে করে দিছি ...!!!
[বাঘমামা-হাহাহা]
বাবা- মা মণি চলো পড়তে বসি, লেখা পড়া করলে বড় হয়ে
ভাল কিছু করতে পারবে।এই কবিতাটা পড়েছ
"লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া ছড়ে সে"
মেয়ে- তাহলে যারা লেখাপড়া করে না তারা কি করে?
বাবা- তোমার আম্মুর মত জি বাংলা দেখে!
[এজে-ইস্টপ]
প্রতি ফেসবুকের Girls,
অনুরোধ পূর্বক আপনাদের নামের আগে থেকে Princess / Angel পরিহার করুন।
কারন আপনাদের অরিজিনাল চেহারা দেখার পর আমাদের (ছেলেদের) Angel / Princess এর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে!
আমাদের ভোম্বল দা তার ছেলেকে নিয়ে একদিন পার্কে বেড়াতে গেলেন -
তো ভোম্বলদার ছেলে খালি উল্টা পাল্টা প্রশ্ন করছে দেখে এক ধমক দিয়ে বলছে দেখ বাবা আজ মনটা ভালো নেই! বেশি জ্বালাতন করিস না l
ছেলে ঠিক আছে বাবা আর দুইটা জিনিস জানার আছে?
এক. আচ্ছা আব্বু তুমি নাকি বস কিন্তু অফিসে নিজের চা-কফি নিজে বানিয়ে খাও কেন? পিওন-টিওন কথা শুনে না বুজি?
- আসলে তা না, এখানে সবাই নিজের কাজ নিজে করতে পছন্দ করে, আর এটাত আর বাংলাদেশ না!
কিন্তু হাফিজ আঙ্কেল যে বললেন?
- কি বলছে????
না থাক বাদ দাও!
দুই. আচ্ছা ধর তোমার ডান পাশে ১টা পিস্তল আর বাম পাশে কিছু সার্টিফিকেট আছে, তুমি কোনটা নিবা?
- হুম... এই বয়সে পিস্তল টাই বেশি কার্যকরী! সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না আর!
তাইলে হাফিজ আঙ্কেলই ঠিক!
- আঁ .....!!!!!
একবার এক শিক্ষক আমরার সুমি আফারে প্রশ্ন করলেন > অ্যাম্বুলেন্স সাদা হয় কেন ?
সুমি আফা: অ্যাম্বুলেন্স এ অক্সিজেন সিলিন্ডার থাকে আর অক্সিজেন
একটা গাস, গ্যাস রান্নার কাজে ব্যবহার হয় আর
খাবার ভিটামিন এর উৎস, আমরা সূর্য থেকে ভিটামিন D
পাই আর সূর্য আলো দেয়, আলো বাল্ব থেকে আসে আর
ক্রিসমাস ট্রিতে ছোট বাল্ব লাগান হয়, ক্রিসমাস মানে গিফট আর সান্তা গিফট নিয়ে আসে...সান্তা দক্ষিন মেরুতে থাকে আর ওইখানে মেরু ভাল্লুক থাকে !!
ভোম্বলদার এলাকায় ১টা নয়া সু-রুম খুলছে সেখানে ফোন করে ভোম্বল দা.... হ্যালো
দোকানদার: জি বলছিলাম, কীভাবে সাহায্য
করতে পারি আপনাকে স্যার?
ভোম্বল দা: আপনাদের ওখানে ফ্রিজ আছে?
দোকানদার: জি স্যার আছে!
ভোম্বল দা: চলে?
দোকানদার: হাহাহা...কি যে বলেন স্যার জি চলে...
ভোম্বল দা: বলদ, তাইলে না হাইসা ওই টারে বাইন্ধা রাখ।
নইলে তো যাইব গা...! এই বলে ফোন রেখে দিলেন
২ মিনিট পর আবার ফোন করলেন হ্যালো!
দোকানদার: জি স্যার, কীভাবে আপনাকে সাহায্য
করতে পারি?
ভোম্বল দা: আপনাদেরওখানে ফ্রিজ আছে?
দোকানদার: (এবার তার আর বোঝার বাকি রইল
না যে এটা ভোম্বল দা তাই রেগে গিয়ে উত্তর দিলেন)
... না নাই...!
ভোম্বল দা: থাকবো ক্যামনে বলদ...!
বলসিলাম না, বাইন্ধা রাখ, নইলে ভাইগা যাইব গেসে না ভাইগা...!