এ. আর. খান:
ফাল্গুনে প্রকৃতির রং রুপ মানুষ নিজের জীবনে দেখতে চায়
মানুষের জীবনে এই রং রুপ নিয়ে আসে ভালোবাসা
যে ভালোবাসা আসে বাবা-মা-ভাই-বোন আর প্রেমিক/প্রেমিকার কাছ থেকে
শেষের জনকে ছাড়াও জীবন চলে..কিন্তু..
অন্যদের ছাড়া জীবনটাই অর্থহীন!
তাই ভালোবাসা দিবস সবার জন্য
শহরের কৃত্রিমতা আর প্রকৃতির অভাবে কখন কোন ফাকে *পহেলাফাল্গুন* এল বুঝতেই পারিনি।
দেখি নাই কতদিন কৃঞ্চচুড়ার রক্তমাখা ফুল(প্রেমেঅন্ধ)
শুনিনাই কতদিন কোকিলের কুহু কুহু রব(ফুঁপিয়েকান্না)
শহরের চার দেয়ালের মাঝে থেকে শুধু শুনেছি টিকটিকির টিকটিক ডাক(রাগী)
আর বাইরে কাকের কর্কশ কাকাকা।(রাগী)
ভাবছি কাকরে অনুরোধ করব-তোরে সরকার আর বিরোধী দলের পোস্ট দেব তুই একটু কাকাকাকা বাদ দিয়ে আমায় একটু কুহু কুহু ডাক শোনা।অন্তত এই কৃত্রিম আর প্রকৃতি বিবর্জিত শহরে বসন্তের কিছুটা আমেজ অন্যভাবে পেতে পারি।
অর্ধেক বসন্ত তুমি অর্ধেক কল্পনা @Shahaly
এখন এই ছাড়া নাই কোনো ভাব(না) @Vabna21
শীতের তরে জানাই সালাম @AbdusSalam779988
গ্রাম ছেড়ে কেন শহরে এলাম @Dipty
বসন্তের লাগি কোন sms না পেলাম @Paagli
এইবারের মত আল্লাহ হাফিজ জানালাম @ChenaPATHIK
(প্লিইইজ)(মাফচাই)(লজ্জা)(খিকখিক)(খিকখিক)
রাজকুমার:
*পহেলাফাল্গুন* আমি আর আমার বউ কখনও কোন দিবস পালন করি না শুধুমাত্র ১লা ফাল্গুন ছাড়া এই দিনে উইশ না করলে আমার খবর আছে। এখন বউয়ের জন্য মেসেজ রেডী করতাছি (ভেঙ্গানো২)
আজমি ইতু:
সবাইকে বসন্ত এর এই দিনে অনেক অনেক ফুলের শুবেচ্ছা...আর দোআ করি যেন ফুলের মতই সুন্দর আর উজ্জল প্রতি টি দিন কাটুক.....(চরকি)(চরকি)(ডুগডুগি)(পুতুল)(হাড়ি-১)(চরকি)(চরকি)(চরকি)