খেলা পরবর্তী বিশ্লেষণ -
১। ফ্রেড পরবর্তী খেলায় ডিফেন্স করবে, লুইজ খেলবে স্ট্রাইক পজিশনে।
২। নেইমার, ও নিশ্চয় ফিরে আসবে।
৩। সিলভা এর অভাব অপূরণীয়।
৪। মাইকন থাকবে, সাথে থাকবে দানি।
৫। আশা করি, জার্মানি বক্সিং না খেলে ফুটবল খেলবে সেমিফাইনাল এ।
নির্বান্ধব:
*ফিফাবিশ্বকাপ* *ফিফাসেকেন্ডরাউন্ড* কালকের *আর্জেন্টিনানাসুইজারল্যান্ড* ম্যাচটি দেখলাম কিন্তু আর্জেন্টিনার খেলা দেখে মন ভরলো না I ১১৮ মিনিটে এসে গোলের দেখা পেল *আর্জেন্টিনা* I অথচ তারা নাকি এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার
এইচ,এম,মাসউদুল আলম ফয়সাল:
‘আমরা জানি আমরা আর্জেন্টিনার মতো বড় দল না, তাই হারাবার কিছু নেই আমাদের, আছে অনেক কিছু পাবার... খেলাতো একটাই, যা কিছুই হতে পারে ফলাফল’-- ওতমার হিটজফেল্ড, কোচ, সুইজারল্যান্ড
নিজের দেশে দুঃখ করার মত, প্রতিবাদ করার মত, সংস্কার করার মত এত ইস্যু আছে যে বহির্বিশ্বের সমস্যা গুলো তেমন মস্তিস্কের রাডারে ধরা পরতে চায় না। বিশ্বে কত কত জায়গায় ই তো অন্যায় অত্যাচার অমানবিক কাজ হচ্ছে মানুষ এর সাথে তার সব তো জানি না আর যেটুকু জানতে পারি তা নিয়েও কথা বলা হয় না খুব বেশী। কষ্ট পাই, দুঃখ হয় তারপর আবার সব ব্যালেন্স হয়ে যায়। নিজের দেশের কত ইস্যু ই তো পেছনে পরে যায় দুই দিন প্রতিবাদ করার পর। নতুন কিছু চলে আসে, পুরনো টা ধামা চাপা পরে যায়। যেমন মিলানোর পথে আছে নারায়ণগঞ্জ আর কালশির ঘটনা আর দুই শিশু কে যে বাসের ড্রাইভার-হেল্পার ধর্ষণ করলো, আরেক শিশু কে ইমাম ধর্ষণ করলো, সেই গাইবান্ধায় পুলিশ দ্বারা ধর্ষিত বালিকা টি - এসব নিয়ে তো ২/১ জন ছাড়া আর কেউ উচ্চবাচ্য ই করে না। সব কেমন তলিয়ে যায়। আচ্ছা আমরা না হয় তৃতীয় বিশ্বের অসভ্য জাতি কিন্তু প্রথম বিশ্বের সভ্য জাতি রা কি সকল অমানবিক- অসভ্য আচরন এর উর্ধে। দারিদ্র্য কি সেখানেও বাস করে? অত শত তো জানি না এবং বুঝি ও না তাই ওসব নিয়ে বেশী বকি ও না। ফুটবল বিশ্বকাপ ব্যাপার টা খুব আনন্দের কিছু মুহূর্ত হয়ে সবসময় থেকেছে তবে এবার ব্রাজিল এর জনগণের বিক্ষোভ এবার সেই আনন্দ কে অনেক টা ম্লান করে দিয়েছে অনিচ্ছাকৃত ভাবেই। আচ্ছা ব্রাজিল সরকার কি কষ্ট - বেনিফিট এনালাইসিস না করেই তার জনগণের উপর দায় চাপিয়ে দিয়েছে? নাকি তারা বিশ্বকাপ থেকে লাভবান হয়ে সেখানকার দরিদ্র মানুষ গুলোর অবস্থার উন্নয়ন ঘটাবে? তারা তো আমাদের মত তৃতীয় বিশ্বের দেশ নয়। তাহলে নিশ্চয়ই ফুটবল বিশ্বকাপ ব্রাজিলিয়ান দের জন্য মঙ্গল ই বয়ে নিয়ে আসবে বিশ্বকাপ শেষে। আমি আসলে ঠিক জানি না- এটা নিয়ে ভাবছিলাম তবে ঠিক কোন উপসংহারে আসতে পারিনি। আমরা যেভাবে বিশ্বকাপ উপভোগ করতাম, আজকের শিশুরা তা পারছে না। অনিচ্ছাকৃতভাবেই অনেক কিছু পরিবর্তিত হয়ে যায়। আর ব্রাজিল এর বিক্ষোভ দেখার পর এবার এর বিশ্বকাপ টা ঠিক আগের মত আর উপভোগ্য লাগছে না, এমন কি বাচ্চা দের সাথে নিয়ে ঐভাবে তা উপভোগ ও করা হচ্ছে না। জীবন থেকে সময় গুলো চলে যায় আর আমরা বোধ এর কাছে বাঁধা পরে থাকি...!
শাকিল আহমেদ:
[বিশ্বকাপ২০১৪-গোল]নাইজেরিয়া দারুণ প্রতিরোধ গড়েছিল। ফ্রান্সের ভাগ্যের সামনে যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন এনিয়ামা; কিন্তু শেষ রক্ষা হয়নি নাইজেরিয়ানদের। দুই গোলে কোয়ার্টার- ফাইনাল উঠে গেছে ১৯৯৮ এর চ্যাম্পিয়ান ফ্রান্স।
শাকিল:
[বিশ্বকাপ২০১৪-গোল]শেষ ষোলোতে জায়গা করে নিয়েই দেশের ফুটবল ইতিহাসে নিজেদের নামটি সোনার হরফে খোদাই করে নিয়েছে গ্রিসের এই দলটি। ইতিহাসটা আরো সমৃদ্ধ করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।
শাকিল:
[বিশ্বকাপ২০১৪-গোল]বত্রিশ বছর আগে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই যে চমক জাগিয়েছিল আলজেরিয়া। ব্রাজিলে তারই পুনরাবৃত্তি চান দেশটির বর্তমান কোচ ভাহিদ হালিলহোদিচ।
শাকিল:
চিলির বিপক্ষে ম্যাচের আগে অন্যরকম একটা সুবিধার হিসাব বের করেছেন ফ্রেদ। চিলির ডিফেন্ডাররা আকারে খাটো বলে দাভিদ লুইস, চিয়াগো সিলভা ও তার মতো লম্বা খেলোয়াড়রা হেড থেকে গোল করায় সুবিধা পাবেন বলে মনে করেন ব্রাজিলের এই স্ট্রাইকার।
কালো মনের মানুষ:
এইবারের সব অচেনা দল গুলাই চ্যাম্পিয়নদের হটিয়ে সেকেন্ড রাউন্ডে উঠে গেল যাদের কথা আমরা কল্পনাও করতে পারিনাই | তবে,আমার মনে হয়কি যেহেতু প্রত্যাশা পূরণ হইসে তাই এই রাউন্ডেই সবাই খেলা ছেড়ে দিবে (চিন্তাকরি)এরফলে অবস্য বাদবাকি চ্যাম্পিয়নদের জিততে সুবিধা হইতে পারে (খুশী২)