Mahi Rudro:
.
আমি কাউকে, কোনো কিছুকে, কোনো স্থানকে,
কোনো উপলক্ষকেই মিস করিনি, করছি না।
যারা আমার সঙ্গে থাকার, তারা আপাতত আছে;
যারা নেই, তাদের থাকার কথা ছিল না।
আমার যেখানে থাকার কথা, সেখানেই আছি;
যেখানে যেতে পারিনি, সেটা আমার গন্তব্য না।
যে অনুভূতির মধ্য দিয়ে চলেছি, সেটাই কাম্য;
যা অভিজ্ঞতা-পূর্ব, তার আকাঙ্ক্ষা নেই। (কুল)