স্টোরী অফ অ্যা ফটোগ্রাফার!!
নামকরা ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্টের ডেডিকেটেড ফটোগ্রাফার এক বিয়েতে খানিকটা মন মরা হয়ে বসে আছে। দু-একটা ছবি তুলে দিচ্ছে। কোন অ্যাসিস্টেন্ট আনে নাই আজ সাথে। ব্যাপারটা দেখে এক অজ্ঞাত ব্যাক্তি অনেক অবাক লাগলো। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, "ভাই, অনেকক্ষন ধরে দেখতেছি... আপনি কেমন মন মরা হয়ে বসে আছেন। বাসায় কোন ঝামেলা?"
ফটোওয়ালা - নাহ্!
ব্যাক্তি - তবে কি বিজনেস সংক্রান্ত ব্যাপারে টেনশনে আছেন?
ফটো্ওয়ালা - আরেহ্ ভাই, নাহ্! [খানিকটা বিরক্ত]
ব্যাক্তি - [আফসোস ভরে..] চুক.. চুক... তবে কি অন্য কোন সমস্যা??
ফটোওয়ালা - [এবার পুরোপুরি রেগে] আজিব তো, নিজের গার্লফ্রেন্ডের বিয়াতে গিয়া কি আপনে নাচবেন? তার উপর পুরাটা কভার করতে হইতাছে যখন 'ফ্রি'তে? কোন দুঃখে যে কইছিলাম ... "তোমার বিয়ের সব ফটোগ্রাফির দায়িত্ব আমার!"
মোরাল: কখনো নিজের গার্লফ্রেন্ডের সাথে বিয়ে পাকা হওয়ার আগে উল্টা-পাল্টা প্রমিজ দিবেন না।
বিঃদ্রঃ আমার প্রোফাইলের ফ্রেন্ডলিস্টে থাকা কোন ফটোগ্রাফারের জীবনের সাথে এই গল্পের মিল খুঁজতে যাবেন না। যদি কারও জীবনের সাথে এই গল্পের অংশবিশেষ মিলেও যায়, তবে তা নেহায়েতই কাকতালীয় এবং বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরে নেওয়া হবে। লেখক এজন্য দায়বদ্ধ নন! ধন্যবাদ।
প্রথম প্রকাশ: ফেসবুক লিংক দিতে চাচ্ছি না।
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।