এক সদ্য মাদকাসক্ত ছেলে বাড়ী ফিরেছে বাবা যেন টের না পায় সেজন্য খুব সতর্ক।
দরজা খুলে বাবা কটমট করে তাকিয়ে বললো, ভাত খেয়ে নাও!
রাগচটা বাবা দাঁড়িয়ে আছে।
ভয়ে ভয়ে সে খুব সতর্ক ভাবে ভাত নেয়, তরকারী নেয়,
.......এরপরে ডাল নেয়, ডাল দিয়ে খেতে থাকে।
এবার বাবার দিকে তাকিয়ে দেখে বাবা চোখ বড়বড় করে তাকিয়ে আছে।
যেই খাওয়া শেষ হয়েছে, - বাবা এসে মারলো জোরে একটা থাপ্পর।
বললো, হারামজাদা, তুই যে ভাত খেয়েছিস, প্লেট কই? (ভেঙ্গানো২)
মাহনূর তাবাসসুম মীম:
এটিএন নিউজে এসেছে, ঐশীর বাপ তার মেয়ের ভরণ পোষণের জন্য সপ্তাহান্তে প্রায় ১ লক্ষ টাকা ব্যয় করতেন ! একজন সরকারী পুলিশ অফিসারের মাসিক বেতন কত ? তিনি ঐশীকে ঠিক কি বানাতে চেয়েছিলেন ? একজন মস্তিস্ক বিকৃত মানুষ ? অভাবে স্বভাব নষ্ট হয়না শুধু ; হাবভাবে প্রভাব