মেহন্দী তো মেয়েদের সাজের একটা গুরত্বপূর্ণ অনুসঙ্গ, আমার মেহন্দী পড়তে অনেক ভালো লাগে, যেকোনো অনুষ্ঠানেই আমাদের দেশের মেয়েরা মেহন্দীর নকশায় রাঙিয়ে নেই হাত, এমনকি বিয়ের সময় মনে করা হয়‚ মেহন্দীর রঙ যত গাঢ় হয়‚ তত নাকি স্বামী ভালবাসে বেশি | যদিও এটা কুসংস্কার ছাড়া কিছুই নয় | কিন্তু মেহন্দি লাগানোর পর সব মহিলাই চান মেহন্দির রঙ হোক গাঢ় | তার জন্য কিছু টিপস মেনে চলতে হবে |
১) আপনার স্কিন যেন মেহন্দি লাগানোর আগে একদম পরিষ্কার থাকে | কোনরকম তেল বা লোশন লাগাবেন না মেহন্দির আগে |
২) মেহন্দি লাগানোর আগে বাথরুম থেকে ঘুরে আসুন | (যদিও এটা করলে আপনার মেহন্দি গাঢ হবে না কিন্তু মাঝপথে বাথরুম গেলে বেশ অসুবিধায় পরবেন |
৩) মেহন্দি লাগানোর পর শুকিয়ে গেলে যাতে ডিজাইন ক্র্যাক না হয় তাই তার ওপরে লেবুর রস বা অল্প জলে চিনি ভিজিয়ে লাগান |
৪) যতক্ষণ পারবেন ওই পেস্ট লাগিয়ে রাখার চেষ্টা করুন | অন্তত ৬ ঘন্টা রাখতেই হবে |
৫) যত বেশি গরম হবে তত রং গাঢ় হবে | তাই পারলে হাল্কা আঁচের ওপর হাত সেঁকে নিন |
৬) শুকনো মেহন্দি পেস্ট তুলে ফেলার পর ভিক্স ভেপোরাব বা beeswax লাগিয়ে নিন ডিজাইনের ওপর | এতে মেহন্দির রং গাঢ় হবে |
৭) অন্তত ২৪ ঘন্টা কোনও রকম ঘরের কাজ করবেন না |
৮) ২৪ ঘন্টা যদি না চান করে থাকতে পারেন তা হলে খুব ভাল হয় | যদি তা না পারেন তাহলে মেহন্দির ওপর ভালো করে ভ্যাসলিন লাগিয়ে নিন |
ওপরের টিপস গুলো মেনে চললে মেহন্দির রং হবে গাঢ আর অন্তত থাকবে ১০ দিন অবধি |
আর একটা দরকারি কথা মনে রাখবেন তা হল মেহন্দি কোনও দোকান থেকে না কিনে তা ঘরেই বানিয়ে নিন | ঘরে মেহন্দি কোন তৈরী করা এমন কিছু কঠিন কাজ নয় | মেহন্দি পাতা বাজার থেকে কিনে ভালো করে বেঁটে নিন | এতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মেশান আর ২ চা চামচ লেবুর রস | একটা পরিষ্কার পলিথিন বা প্লাস্টিক নিয়ে তা 'cone' শেপ এ পাকিয়ে নিন | এতে এবার মেহন্দি পেস্ট ভরে নিন | 'cone' এর চারপাশে সেলোটেপ লাগিয়ে নিন ভাল করে | মেহন্দি কোন এরপর ১ ঘন্টা রেখে দিন, তারপর তা ব্যবহার করুন |