সাদাত সাদ:
সূর্য নেই চারিদিকে কুয়াশা তার উপর তীব্র শীত এর নাম মাঘের শীত। মাঘের শীতে ঘর থেকে বের হতাম না আমরা কেউই। মা বাবা সকাল সকাল ই উঠতো। মক্তবের পড়া যেহেতু শেষ হয়েছিল সেই ১০ বছর বয়স থেকেই ঠিক তাই সকাল সকাল উঠার তেমন প্রয়োজন ও ছিল না। মাঘের শীত টা ভালোই কেটেছে শৈশবে। ইদানীং সকাল সকাল উঠতে পারি। পারি বলতে নিজের অনিচ্ছা সত্যেও উঠতে হয়, হচ্ছে।
বাংলার বেদুঈন:
*শীতেরআরাম* শীতের আরাম বলতে বুঝি মায়ের হাতে বানানো খেজুর রসের ভেজানো চিতই পিঠা, মামার হাতে হালকা গরম খেজুর রস, বাবার বুকের সাথে বুক মিলিয়ে উষ্ণ হবার চেস্টা.আরাম মানে পৌষের সকালে জানালা দিয়ে আসা সোনালী রোদ শরীরে মাখা,পেট ব্যথার কথা বলে আরো বেশি ঘুমান.
সাদাত সাদ:
আগে শীতের আরাম যেমন ছিল :
একটু রাত করে ঘুমুতে যেতাম, সেই সকাল দশটায় ঘুম থেকে উঠতাম তাও আবার মায়ের বকাবকি তে (খিকখিক) উঠে দেখি হরেকরকমের খাবার দাবার (পেটুক) (পেটুক) খাবার খেয়ে একটু বাহিরে গেলাম সন্ধ্যায় আবার ঘরে ফিরলাম। রাত্রি বেলা আবার কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়তাম। সারারাত আরামদায়ক ঘুম। ইদানীং সেই আরামের ঘুম আমার থেকে বিদায় নিয়েছে।
fundamental sharif:
এই গুলা নিয়ে কি লেখা যায় , কেউ কি বলতে পারেন ????? *শীতেরআরাম* *শপিং* *ভালোবাসা* *হাসব্যান্ড* *সমাধান* *কম্বলেরভিতর*(খিকখিক)(খিকখিক)(শয়তানিহাসি)(খুশী২)
রুশদী:
নাইট ডিউটি করে সকালে ঠাণ্ডার মধ্যে হেটে হেটে রুম এ এসে ড্রেস চেঞ্জ করে এক লাফ এ বেড এ উঠে লেপের নিচে ঢুকে চাঁদর এ পা ঘষতে ঘষতে কোলবালিশ টা জাপটে ধরে সুন্দর কিছু মুহূর্তের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পরার মাঝে যে আরাম, সেটাই *শীতেরআরাম* :)
ইমরান:
*নিরীহ* মানুষ আমি...কাউকে *ব্ল্যাকমেইল* করি (না)....কিন্তু কেউ যদি এই শীতে গায়ে *ঠান্ডাপানি* ঢেলে *শীতেরআরাম* *নষ্ট* করে, তবে কিছুটা *মাস্তানী* করতে মোটেও *কার্পণ্য* করি (না)....(শয়তানিহাসি)
জুনি:
আমার কাছে *শীতেরআরাম* হচ্ছে সারাদিন কাজ করে বাড়ি আসার পর,রাতের বেলায় একটা হট শাওয়ার নিয়ে কম্বলের ভিতর ঢুকে গল্পের বই পরা...চিন্তা করতেই কি ভালো লাগছে (খুকখুকহাসি)