সাদাত সাদ:
আগে শীতের আরাম যেমন ছিল :
একটু রাত করে ঘুমুতে যেতাম, সেই সকাল দশটায় ঘুম থেকে উঠতাম তাও আবার মায়ের বকাবকি তে (খিকখিক) উঠে দেখি হরেকরকমের খাবার দাবার (পেটুক) (পেটুক) খাবার খেয়ে একটু বাহিরে গেলাম সন্ধ্যায় আবার ঘরে ফিরলাম। রাত্রি বেলা আবার কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়তাম। সারারাত আরামদায়ক ঘুম। ইদানীং সেই আরামের ঘুম আমার থেকে বিদায় নিয়েছে।