Iqbal Mahmud Rana:
শুনতে ভালোই লাগে, তুমি কে আমি কে? বাঙালি বাঙালি।।
কিন্তু আমরা কী ভুলে যাচ্ছি না যে, এই দেশে আরো নানা আদিবাসী, উপজাতি থাকে।। তাদেরও কী জোর করে বাঙালি বানিয়ে দেয়া হবে??
সুফী ম্যাভেরিক:
আমার ক্ষুদ্র মস্তিষ্কে : বাঙালি -- যারা বাংলা ভাষাভাষী ... এটা ভাষার ব্যাপার. চাকমা -- যারা চাকমা ভাষাভাষী. আমাদের পাট সংখ্যা গুরু + বর্ণমালার জন্য.
কিন্তু আমাদের সবার জাতীয়তা ই বাংলাদেশী