সুরাইয়া:
মানবেন কিভাবে?? সারাদিন তো AC রুমে বসে ফাইল সাইন করেন। আর ভাবি তো ঘর সামলায় (উনি জব করেন কি না জানি না) বাবুদের সামলায়! কাজেই অনেক টায়ার্ড হয়ে ঘুমায়!!
অবশেষে আমি:
আরে নাহ ! ও ঘুমায় তাতে আমার দু:খ নাই কিন্তু আমার ছেলেটাও যে ওর মত হয়েছে (রাগী) সকালে ঘুমথেকে উঠানো এবং স্কুলে নিয়ে যাওয়ার ঠেলা তো আমাকেই পোহাতে হয় .... অবশ্য বেগমকেও উঠতে হয় (খুশী২)