পাগলী:
আমাদের অনেকেরই বেকারীর তৈরী খাবার খুব পছন্দ। সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় চা এর সাথে কিছু খেতে হলে বেকারী থেকে ঝটপট কিছু এনে খেয়ে ফেলি। কিন্তু এগুলো যারা বানায় কিভাবে বানায় তা কি ভেবে দেখেছি? তোমাদের জন্য ছবি দিলাম। (বমি)
ফজলে রাব্বি খান:
ধন্যবাদ আপনাকে ভাই। কিন্তু আসলে আমরা নিজেরা যতদিন না নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হচ্ছি ততদিন কিছুই হবে না । আর ওই দোকানের মালিক তো আমাদের কারো না কারও বাবা , ভাই , আত্মীয় । তাই না? (ব্যাপকটেনশনেআসি৩)