Mostofa S Farooki:
৭১ টিভিতে ত্বকির বাবার কথা শুনছিলাম। তার জন্য মন খারাপ করা ছাড়া কিছুই করার নাই। রাজীবের বাবা মা তবু জানতে পেরেছিল কে তাদের ছেলেকে মেরেছে। সন্দেহ হয় রাব্বি ভাই হয়তো এটা জানতেও পারবেন না। রাজনীতি বড় নিষ্ঠুর!
মুস্তাফা:
@Tanbeen কেও নাটকে কিছু আমদানি করেনি. চলচিত্র এবং নাটক হচ্ছে আমাদের জীবনেরই একটি প্রতিচ্ছবি !! এবং আমাদেরকেই তুলে ধরা হয়েছে !! এরকম শুধু বাংলাদেশের কালচার নয়, সব দেশের কালচার এই ব্যাপারটি আছে...
মুস্তাফা:
....এই একটি কারণে বাঙালিদের বলদ বলার কোনো দরকার নেই!! আপনি নিজেও সেই একই গন্ডিতে পরেন. আমরা যদি আমাদের নিজেদেরই গালি দেই, তাহলে অন্যান্যরাও সহজেই গালি দিতে পারবে.
তাশফীন হাসান:
@তানবীন আপনি পুরো একটি জাতিকে এইভাবে "বলদ" বলে আখ্যায়িত করতে পারেন না l সম্মান দিয়ে কথা বলাটাই কিন্তু শ্রেয় l উপরে মুখ করে থু থু চিটালে, সেইটা কিন্তু নিজের গায়ে এসেই পরে l ভালো থাকবেন l