[বাঘমামা-শরমলাগে]
৬ বছরের খোকন রাতে একা ঘুমাতে খুবই ভয় পায়।
বাবা : তুমি কিন্তু এখন অনেক বড়ো হয়ে গেছো।
তোমার রাতে একা ঘুমাতে মোটেও ভয় পাওয়ার কথা না!
খোকন : তুমি তো খুব বড়ো হয়ে গেছো, এখনো একা ঘুমাতে ভয় পাও।
আর তাই রাতে আম্মুর সঙ্গে গিয়ে ঘুমাও, সেটা কিছু না???