Dipti: কর্মজীবী নারীর জন্য দিনে একবার বা দুদিনে একবার রান্না করাই অনেক সময় কষ্টের হয়ে যায়,আবার অনেকেই সপ্তাহে দুদিন রান্না করে ফ্রীজে খাবার রেখে খাচ্ছেন |অনেক রকম রান্না করতেও ঝামেলা-কিন্তু একই খাবার পর পর দুদিন খেতেও আবার ভালো লাগে না, এমন ক্ষেত্রে মুরগি রান্না করলে সাথে সেদ্ধ ডিম দিয়ে দিন, রান্না শেষে দুটো আলাদা করে তুলে রাখুন, একই সময়ে দুটি ডিশ তৈরী|

*কর্মজীবীনারী* *গৃহস্থালিটিপস* *ঘরকন্না*

পাসওয়ার্ড ভুলে গেছেন?


অথবা,

এক্ষনি একাউন্ট তৈরী কর

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত