ফুড লাভার: ফটো পোস্ট করেছে
রয়েল ড্রাগন রেস্টুরেন্ট, থাইল্যান্ড
বাওয়াবেট দিমাস্কের আগে রয়েল ড্রাগনই বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট ছিল। ১৯৯১ সালে তৈরি হওয়া এ রেস্টুরেন্টটি ১৯৯২ সালে গিনেস বুকে বিশ্বের এক নম্বর বৃহৎ রেস্টুরেন্ট হিসেবে জায়গা করে নিয়েছিল। থাইল্যান্ডে অবস্থিত এ রেস্টুরেন্টটির আসন সংখ্যা পাঁচ হাজার। এর আয়তন ৮.৩৫ একর। রয়েল ড্রাগনের বিশাল কিচেন থেকে এক ঘণ্টায় তিন হাজার ডিশ তৈরি হয়। এশিয়া আর পশ্চিমা মিলিয়ে প্রায় এক হাজারের বেশি পদের খাবার পাওয়া যায় এখানে।
০
বেশতো বিজ্ঞাপন
জনপ্রিয় ট্রেন্ডিং স্পেশাল ঈদ পূজা
পাসওয়ার্ড ভুলে গেছেন?
অথবা,
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।
...বিস্তারিত