----:
অনেকগুলো এলোমেলো শব্দ ঘুরপাক খেয়ে খেয়ে জমাট বাঁধা
শুধু শব্দ নয়, এগুলো তো ধাঁধাঁ
কতগুলো চিঠি হয়তো পড়ে আছে ডাকঘরে
কেউ আমার ঠিকানা জানেনা
সেগুলো এখন বেয়ারিং চিঠি
আসবে বলে প্রতীক্ষা করে আছি
আসেনা আসেনা আসেনা
ডাকঘরেও কি সাপ্তাহিক ছুটি থাকে?
সে ছুটি কি অনন্তকালের?
*আবোল-তাবোল-নিজ*
----:
এধরণের মানুষ খুব একটা দেখা যায়না।এরা বিরল প্রকৃতিতে।যেখানে যায় সেখানে আক্ষরিক অর্থেই আলো ছড়িয়ে দেয়।এরা ভালোবাসতে জানে,জানে মানুষকে ভালোবাসায় বিশ্বাস করাতে।আরেকজন মানুষের ভিতর লুকিয়ে থাকা আলোকবিন্দুকে বের করে আনতে পারে অবলীলায়।কত সহজ কত সুন্দর এরা।
@NafisaAnjumRafa এই স্বল্পসংখ্যক মানুষদের মধ্যে একজন।আমার ভাগ্য ভালো এই অসাধারণ মানুষটার সাথে পরিচয় হয়েছিল।
শুভ জন্মদিন নাফিসা।পৃথিবীর সব আলো ,সব ভালো আর সৌন্দর্যগুলো তোমার হোক।
(হার্ট)(আতশবাজি)
----:
সবসময় পাওয়ার হিসেব করতে আমি ভালোবাসি না..
সে তো বিভ্রম,শান্তনা!!..
যা কি না আমার দুচোখের বিষ!
আমি ভীষণ হেসে বলবো আমি পাইনি,
কত কিছু পাইনি,কত সহজ ছোট্ট কিছু পাইনি..
পাইনি বলেই প্রদান করা হলো না আমার..
কিছুই নেই যে!
কি দিবো?
তবু চোখ নাচিয়ে ভীষণ কৌতুকে বলবো ,আমি পাইনি কিছুঁই।
আর এই না পাওয়াতেই আমার সকল ঐশ্বর্য্য!সকল বিস্ময়!