জোবায়ের রহমান:
এবং তার ঘুম ভাঙ্গে
কোন এক হেমন্তের বিকেলে
যখন গাছের ফাঁক গলে হলুদ আলো ঝরছিল।
আর সে আলোতে, তাকেই রূপবতী 'হেমন্ত' মনে হচ্ছিল।
শুভ জন্মদিন @faheema । অনেক শুভ কামণা রইলো।
জোবায়ের রহমান:
বিচ্ছিন্ন ভাবনাগুলো এক সুতোয় গেঁথে তুলতে গিয়ে,
সুতো ছিড়ে যায় বারে বারে।
আর আমি পাকা বুননির ভাব নিয়ে,
দাঁতে দাঁতে সুতো কেঁটে,
কবিতা নামক সুঁই এর লেজে
সুতো ঢুকানোর ছুতো খুঁজি।
বয়েসে কি বলো?
চোখে ছানি পড়ে গেছে সেই কতকাল আগে,
চশমাতেও এখন আর চোখে দেখি না।
তাই সুঁইয়ের ফোঁড়ে ফোঁড়ে,
এখন আর নকশা ওঠে না।
জোবায়ের রহমান:
এই মুহূর্ত,
এই সময়টুকু এমন ভাবে প্রবাহিত হচ্ছে
যেন গলে যাওয়া কোন নীলকান্তমণির মত
নীল নীরবতা।
পায়ের নিচে না আছে পৃথিবী,
না আছে মাথার ওপর আকাশ নামক ছাদ।
গাড় শূণ্যতা।
শুধু পাতার মর্মর ধ্বণি বলে, 'তুমি আছো'।
আমি...!
দীর্ঘশ্বাস আর হৃদস্পন্দন।
আমি আর আমার একাকীত্বের গভীরতা জানান দেয়,
আমার অস্তীত্ব।
জোবায়ের রহমান:
"বেশতো -শনিবারের আড্ডায়" নামে একটি পোস্ট করে একটি সাক্ষাৎকারমূলক আড্ডা করলে ভাল হতো। অনেকদিন হয় 'বেশতোহটসিট' বন্ধ।
আর সেলিব্রিটি দের সাথে বেশতো ইউজারদের আড্ডার মাধ্যমে একটা প্রোগ্রাম করা যায়। হয়তো অতিথি দু ঘন্টা থাকলেন। খুব একটা মন্দ হতো না। কি বলেন? @admin
জোবায়ের রহমান:
মানসিকতা রাতারাতি বা একদিনে পরিবর্তন হয় না। এর জন্য পরিবেশ লাগে, পরিবেশ তৈরি করতে হয়। শুধু চিৎকার করে আর সচেতনতা দিয়ে হয় না। এমনি এমনি ও হয় না। এরকম ভেবে থাকলে সেটা বরং ভুল।
মানুষের যুক্তি আর বক্তব্য পড়েও এর উদ্ভব আপনার মাঝে হবে না। যতক্ষন না আপনার নিজের ভেতর উপলব্ধি ক্ষমতা জন্ম নিবে। কারণ আপনার চালক আপনি নিজেই। কারণ আরেকজনের বক্তব্য পড়ে নিজের মধ্যে মূল্যবোধ আসে না। এ নিজেকেই আবিষ্কার করে খুঁজে পেতে হয়।
জোবায়ের রহমান:
সমস্ত ত্যাগ করিলে এবাদত হয় না, কারণ সমস্ত ত্যাগ করিলে মানুষ আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়। শূণ্যতার মধ্যে শূণ্যতাই সম্ভব; যেখানে রূহ- এর মুক্তি মিলে না। তাহা হইলে খোদা কেবল আসমানই সৃষ্টি করিতেন, জমিন করিতেন না। অবশ্য অর্থ-যশ-মানের লোভ ত্যাগ করিতেই হয়, কিন্তু জীবনে সামান্য ঘনিষ্ঠ স্নেহ-মমতার সিঞ্চন না থাকিলে কোনো এবাদতই সম্ভব নয়। পানির অভাবে বৃক্ষ যেমন শুকাইয়া মরিয়া যায়, তেমনি সামান্য স্নেহ না থাকিলে রূহও মরিয়া যায়।
-সৈয়দ ওয়ালীউল্লাহ
জোবায়ের রহমান:
এই বঙ্গ দেশে প্রতিদিন ধর্ষণ, খুন, চুরি ডাকাতির ঘটনা ঘটে থাকে। এই সমস্যার স্বীকার প্রত্যেক ব্যক্তিই কি সুবিচারের দাবিদার নয়?
এ জাতির উচিত শুধু ফেইসবুক না পড়ে সংবাদপত্রটাও একটু পড়ে দেখা। কাগজের দিন কিন্তু এখনও ফুরিয়ে যায়নি একেবারে।
জোবায়ের রহমান:
We are the generation of idiots. Smartphones & dumb people.
ভাগ্যিস, ২০১৬ সালে মুক্তিযুদ্ধ হয় নাই। তাহলে এই জেনারেশন ইভেন্ট খুলে যুদ্ধে যেতো। যুদ্ধের ময়দানে গিয়ে চেক ইন দিতো। স্ট্যাটাস দিয়ে তুলোধুনো দিতো। যুদ্ধের কথা লিখতে লিখতে সোশাল নেটওয়ার্ক সাইটে রচিত হত ক্ষুদে ব্লগ, অজস্র কবিতা, গান। ফেইসবুক যোদ্ধার আগমন ঘটতো আর 'ফিলিং এই, ফিলিং সেই' দেখতে দেখতে মুক্তিযুদ্ধ আর করা লাগতো না।