@OMkumar
আপনি কি জানেন ?
আইনস্টাইনের মস্তিষ্ক-টি এখনও আছে ! #EinsteinBrain
_
আইনস্টাইনের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা পর তাঁর মস্তিষ্ক আলাদা করে এর একটি বড় অংশ সংরক্ষণ করেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষক টমাস হার্ভে।
_
গবেষণার জন্য ওই মস্তিষ্কের কিছু অংশ পাতলা টুকরো করেন। ২০১০ সালে ১৪টি স্বতন্ত্র ছবিসহ আইনস্টাইনের মস্তিষ্কের বাকি অংশ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিউজিয়াম অব হেলথ অ্যান্ড মেডিসিনে দান করা হয়।
চিত্র-১: মাওনা লোয়ার ভূ্ত্বকের গঠন হুবহু মঙ্গলগ্রহের মত। মঙ্গলগ্রহে বসবাস করার ট্রেনিং নভোচারীদের জন্য
মঙ্গলগ্রহে যেতে বিপজ্জনক আগ্নেয়গিরিতে বাস করছেন ৬ বিজ্ঞানী। সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেট কিছুই নেই। পৃথিবীর কারো সঙ্গে যোগাযোগও নেই তাদের। জায়গাটির পরিবেশ ঠিক মঙ্গলগ্রহের মতোই। চারদিকে ধূ ধূ লালচে বালিকনা। বসবাসের জন্য বানিয়েছেন তাবুর মতোই গম্বুজ। সোলার প্যানেলের বিদ্যুতেই তারা আলো জ্বালান। তাতেই চলে রান্নাবান্নার কাজ। সঙ্গে যে পানি নিয়ে গেছেন- তা দিয়ে রি সাইকেল করেই ব্যবহার করেন দিনের পর দিন।
চিত্র-২: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার দুইশো ফুট উপরে হাওয়াই আগ্নেয়গিরি মাওনা লোয়া চূড়ায় বসবাস করেছেন বিজ্ঞানীরা। স্থানটি ১১ মিটার লম্বা ও ১০০০ স্কয়ার ফুট চওড়া।
২০১৫ সালের আগস্ট মাস থেকে মঙ্গলগ্রহের মতো ওই পরিবেশে বাস করছেন তারা। স্থানটি যুক্তরাষ্ট্রের হাউয়ায় আগ্নেয়গিরির মাওনা লোয়া নামক চূড়া। আগ্নেয়গিরি থেকে লাল রঙের লাভা বের হয়ে সেখানকার পরিবেশ একেবারে মঙ্গলগ্রহের মত হয়ে গেছে। আর সে জন্যেই মঙ্গলগ্রহের বসবাস করার অভিজ্ঞতা অর্জন করার জন্য বিজ্ঞানীরা ওই স্থানটি বেছে নিয়েছেন। বিজ্ঞানীদের ধারণা, তারা যদি সেখানে বসবাস করতে পারেন, তাহলে মঙ্গলগ্রহেও বসবাস করতে পারবেন। এতে করে পরবর্তীতে মঙ্গলে গিয়ে বসবাস করতে তাদের সুবিধাই হবে।
চিত্র-৩: সেখানে নভোচরীরা কিছু শুকনো ও পাওডার খাবার এবং কিছু গাছ-পালাও নিয়ে যাওয়া হবে
আগামী ২৮ আগস্ট ওই ৬ বিজ্ঞানীর ফিরে আসার কথা রয়েছে। অভিযানটির আয়োজন করেছে হাওয়াই স্পেস এক্সপ্লোরেশন এনালগ সিমুলেশন (এইচআই-এসইএএস/হাই-সিস)। প্রতিষ্ঠানটির এটি চতুর্থ ও দীর্ঘমেয়াদী অভিযান। হাই-সিসের প্রধান তদন্তকারী কিম বিনস্টেড বলেন, ‘যত বেশি দীর্ঘমেয়াদী অভিযান দেওয়া হবে, তত বেশি মহাশূণ্য ভ্রমণ সম্পর্কে জানা যাবে।’
প্রতিবেদন-টি সম্পূর্ণ পড়ুন এবং ভিডিও দেখুন এখানে - মঙ্গল অভিযান প্রস্তুতি গভেষনা প্রতিবেদন ও ভিডিও
ব্যাথাভরা সন্ধ্যা (মনখারাপ)
অথবা,
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।