@kadamati
যারা কম্পিউটারে অনলাইন গেমস খেলেন তাদের জন্য কমন একটি শব্দ। Lag হলো আপনি অনলাইনে গেম খেলছেন এমন সময় আপনার গেম কাজ করার বন্ধ করে দেয়, অথবা চলাচল স্বাভাবিক থাকে না। কিছু কিছু ক্ষেত্রে unable to connect অথবা reconnecting দেখায়।
কেন এমন হয়?
যদি আপনার কানেকশনের সাথে গেম সার্ভারের যোগাযোগ স্বাভাবিক না হয়। রেস্পন্স পেতে দেরি হলে আপনি Lag এর সম্মুখীন হবেন। এক কথায় Lag এর কারনে আপনার স্বাভাবিক অনলাইন গেম ব্যাহত হয়। শুধু গেমস ই না। যেমন আপনি youtube এ একটা গান প্লে করতে দিলেন। যদি আপনার কানেকশনে Lag থাকে সেক্ষেত্রে গান এ লোডিং স্ক্রিন দেখবেন কিছুক্ষন পর পর। আর ব্রাউজিং এর ক্ষেত্রেও এর প্রভাব পরবে।
Lag happen for unstable connection.
অস্বাভাবিক ইন্টারনেট এর গতি Lag এর কারন হয়। অস্বাভাবিক ইন্টারনেট আবার বিভিন্ন কারনে হতে পারে।
১. অনেক দুরুত্ত থেকে ক্যাবল দিয়ে কানেকশন নেয়া
২. ল্যান বা রাউটারের প্রব্লেম
৩. ইন্টারনেট সুইচের সমস্যা
৪. সার্ভিস প্রোভাইরের কোন ডিভাইসে সমস্যা
৫. ইন্টারনেট সার্ভিস গেটওয়ে সমস্যা
৬. দুর্বল WiFi সিগন্যাল
৭. আর সাবমেরিন ক্যাবল এর মেরামত তো আছেই
অথবা,
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।