Mostofa S Farooki:
ফেস্টিভাল স্কোপ এর মতো এরকম গুরুত্বপূর্ণ প্লাটফর্ম আমাদের মতো ছোট মানুষদের জায়গা করে দিলে বিশ্বাস বাড়ে, শক্তি পাই, কৃতজ্ঞ হই! ধন্যবাদ ফেস্টিভাল স্কোপ!
Mostofa S Farooki:
আমি একটা কথা ঠিক বুঝতে পারছিনা রাস্ট্রপতির প্রথম জানাযা ঢাকার ঈদগাহ মাঠে না হয়ে ভৈরব কেন হচ্ছে? সেখানে দ্বিতীয় জানাযা হতে পারতো। যাই হউক "বিদায় রাস্ট্রপতি"।ধীরে ধীরে নরম মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ধারালো মানুষেরা সংখ্যাগুরু হয়ে উঠছে।
Mostofa S Farooki:
বন্ধু নিতিন কাক্কারকে অনেক শুভেচ্ছা বছরের সেরা হিন্দি ছবির ক্যাটাগরিতে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য | উল্লেখ্য: ছবিটি বুসান ২০১২ প্রিমিয়ারে অনেক প্রশংসা পায় |
Mostofa S Farooki:
৭১ টিভিতে ত্বকির বাবার কথা শুনছিলাম। তার জন্য মন খারাপ করা ছাড়া কিছুই করার নাই। রাজীবের বাবা মা তবু জানতে পেরেছিল কে তাদের ছেলেকে মেরেছে। সন্দেহ হয় রাব্বি ভাই হয়তো এটা জানতেও পারবেন না। রাজনীতি বড় নিষ্ঠুর!