তৌফিক পিয়াস

@towfiqpiash

অ্যানিমেটেড মুভিখোর
business_center সফটওয়্যার ইঞ্জিনিয়ার
school মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
location_on ঢাকা
1368242568000  থেকে আমাদের সাথে আছে

দীপ্তি বেশটুনটি শেয়ার করেছে

শুভ শীতসকাল ! (ব্যাপকটেনশনেআসি৩)

তৌফিক পিয়াস বেশব্লগটি শেয়ার করেছে


১। কাঠের ফ্লোর কিংবা কাঠের আসবাবপত্রে যদি পার্মানেন্ট মার্কারের দাগ লেগে যায়, সেই দাগের উপর টুথপেস্ট ফেলে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে জোরে ঘষা দিলেই মার্কারের দাগ গায়েব হয়ে যাবে।

 ২। গাড়ির সিট পরিষ্কার করতে আর ড্রাই ক্লিনিং এর খরচ করতে হবেনা। নিজেই করুন। লিকুইড ডিটারজেন্ট, বেকিং সোডা, ভিনেগার আর পানি মিশিয়ে একটা মিক্সচার বানান। এবার গাড়ির সিটে এই মিক্সচার স্প্রে করে শক্ত ব্রাশের সাহায্যে সিট পরিষ্কার করে ফেলুন।৩। পোড়া পাতিল, কড়াই, ট্রে এর বিচ্ছিরি দাগ তুলে ফেলতে বেকিং সোডার সাতে পেরোক্সাইড মিশিয়ে পরিষ্কার করুন। নতুনের মতো হয়ে যাবে একদম।৪। লবণ, সাবান আর হালকা গরম পানির মিশ্রণ যেকোন কাচের জিনিসকে করে তোলে ক্রিস্টাল ক্লিয়ার। কাচের ভাস/ বোতল পরিষ্কার করতে এই মিশ্রণ বোতলের ভেতর নিয়ে ভালোভাবে ঝাঁকান। এভাবে কয়েকবার করুন। আপনার পুরনো বোতল এখন একদম ফকফকা!
 
 
 
 
 
৫। ফ্লোরের টাইলসের ফাকে ফাকে যে ময়লা জমে তা পরিষ্কার করতে ব্লিচিং পাউডারের সাথে টয়লেট ক্লিনার মিশিয়ে নিন। এবার শক্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। আপনার ফ্লোর হয়ে যাবে প্রফেশনালি ক্লিনড!

 

উদয় বেশব্লগটি শেয়ার করেছে


১। কাঠের ফ্লোর কিংবা কাঠের আসবাবপত্রে যদি পার্মানেন্ট মার্কারের দাগ লেগে যায়, সেই দাগের উপর টুথপেস্ট ফেলে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে জোরে ঘষা দিলেই মার্কারের দাগ গায়েব হয়ে যাবে।

 ২। গাড়ির সিট পরিষ্কার করতে আর ড্রাই ক্লিনিং এর খরচ করতে হবেনা। নিজেই করুন। লিকুইড ডিটারজেন্ট, বেকিং সোডা, ভিনেগার আর পানি মিশিয়ে একটা মিক্সচার বানান। এবার গাড়ির সিটে এই মিক্সচার স্প্রে করে শক্ত ব্রাশের সাহায্যে সিট পরিষ্কার করে ফেলুন।৩। পোড়া পাতিল, কড়াই, ট্রে এর বিচ্ছিরি দাগ তুলে ফেলতে বেকিং সোডার সাতে পেরোক্সাইড মিশিয়ে পরিষ্কার করুন। নতুনের মতো হয়ে যাবে একদম।৪। লবণ, সাবান আর হালকা গরম পানির মিশ্রণ যেকোন কাচের জিনিসকে করে তোলে ক্রিস্টাল ক্লিয়ার। কাচের ভাস/ বোতল পরিষ্কার করতে এই মিশ্রণ বোতলের ভেতর নিয়ে ভালোভাবে ঝাঁকান। এভাবে কয়েকবার করুন। আপনার পুরনো বোতল এখন একদম ফকফকা!
 
 
 
 
 
৫। ফ্লোরের টাইলসের ফাকে ফাকে যে ময়লা জমে তা পরিষ্কার করতে ব্লিচিং পাউডারের সাথে টয়লেট ক্লিনার মিশিয়ে নিন। এবার শক্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। আপনার ফ্লোর হয়ে যাবে প্রফেশনালি ক্লিনড!

 

azizul hakim akash : একজনকে সুপারিশ করেছে

তৌফিক পিয়াস

@towfiqpiash

অ্যানিমেটেড মুভিখোর
২১২ জন ফলো করছে
ছবি

রানা মাসুদ ফটোটি শেয়ার করেছে

(লালালা)(লালালা) কেমন হতো যদি বেশতো পাওয়া যেত আঞ্চলিক ভাষায়?? (লালালা)(লালালা)

(লালালা)

ছবি

দীপ্তি ফটোটি শেয়ার করেছে
"কেমন হতো ! (চিন্তাকরি)"

(লালালা)(লালালা) কেমন হতো যদি বেশতো পাওয়া যেত আঞ্চলিক ভাষায়?? (লালালা)(লালালা)

(লালালা)

নাহিন: একজনকে সুপারিশ করেছে

তৌফিক পিয়াস

@towfiqpiash

অ্যানিমেটেড মুভিখোর
২১২ জন ফলো করছে

তৌফিক পিয়াস বেশব্লগটি শেয়ার করেছে

আজকাল প্রেম, ভালোবাসা, দাম্পত্য ইত্যাদির সাথে ফেসবুক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর জড়াবেই তো। যেখানে আমাদের নিত্য দিনের প্রতিটি মুহূর্ত জড়িয়ে গেছে ফেসবুকের সাথে, সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রেম ও দাম্পত্যের মত বিষয়গুলো উঠে আসবেই। মজার ব্যাপার হচ্ছে, নিজে বিবাহিত হোক বা অবিবাহিত, নিজের মনের মানুষ থাকুক বা থাকুক, ফেসবুকে অন্যদের প্রেম-ভালোবাসা দেখে বেশিরভাগ মানুষের মনেই আসে কিছু বিচিত্র ভাবনা! যেগুলো কেউ মুখে উচ্চারণ না করলেও মনে মনে ঠিকই ভাবেন। চলুন, জেনে নিই মজার ভাবনাগুলোঃ

১) বেশি বেশি ভাব দেখাচ্ছে!
নিজে হয়তো সারাক্ষণই নিজের সম্পর্কটি নিয়ে স্ট্যাটাস বা ছবি ফেসবুকে দেন। কিন্তু অন্য কারোটা দেখলে সবার আগে এই ভাবনাটাই মনে আসে অধিকাংশ মানুষের।

২) সবার একটা সম্পর্ক আছে, আমার কেন নেই?
এই ভাবনাটা যারা সিঙ্গেল, তাঁদের মনে আসে সেটা বলাই বাহুল্য।

৩) ওরা কি আসলেই এতটা সুখী?
ফেসবুকে অন্যের সম্পর্কের প্রদর্শন দেখে বেশিরভাগ মানুষই এটা ভাবেন। অবশ্য ভাবনাটা অনেক ক্ষেত্রে সত্যও বটে। শো অফ করার খাতিরে অনেকেই বাড়াবাড়ি করেন।

৪) সবাই সুখী, কেবল আমি নই!
নিজের প্রেম বা বিয়ে নিয়ে যারা সুখী নন, তাঁদেরই মনে হয় এটা।

৫) বেশি অশ্লীলতা করছে
নিজেরটা মনে না হলেও, অন্য মানুষের সাধারণ ছবিও অনেকের কাছে অশ্লীল মনে হয়। তাঁরা ভুলে যান যে ফেসবুক আইডি নিজের ব্যক্তিগত সম্পত্তি। যার যেটা ইচ্ছা করতেই পারেন। ভালো না লাগলে আন ফ্রেন্ড করার অপশন খোলা।

৬) ভালোবাসা না কচু, টাকা পয়সা দেখাচ্ছে
হয়তো প্রিয় মানুষকে নিয়ে কোথাও খেতে গিয়েছেন বা বেড়াতে গিয়েছেন, এইসব বিষয় দেখে অনেকেরই মনে হয় যে ভালোবাসার মোড়কে আসলে অর্থ বিত্ত দেখাতে চাইছেন আপনি।

৭) তাঁর মনের মানুষটি আমার জনের চাইতে বেশি সুন্দর!
নারী-পুরুষ উভয়েই কিন্তু মনে মনে এই আফসোস করেন।

৮) ইস, এই মানুষটি যদি আমার হতো!
যারা নিজের সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে খুশি নন, তাঁরা আরেকজনের সঙ্গী বা সঙ্গিনীকে মনে মনে কামনা করতেও ছাড়েন না।

৯)আমিও এমন একটি সম্পর্ক চাই
একটু সুখী জুটিকে দেখলে অনেকেই এটা ভাবেন। ভুলে যান যে প্রতিটি সম্পর্কই নিজের মত করে বিশেষ।

১০) এইসব প্রেম-ভালবাসা ফালতু, দুদিন পর কিছুই থাকবে না!
যারা ভালোবেসে কষ্ট পেয়েছেন, এটা মূলত তাঁদের ভাবনা।

সূত্র- সাইকোলজিটুডে এবং প্রিয়ডটকম

ইমরান নাজির লিপু: একজনকে সুপারিশ করেছে

তৌফিক পিয়াস

@towfiqpiash

অ্যানিমেটেড মুভিখোর
২১২ জন ফলো করছে

নাহিন বেশব্লগটি শেয়ার করেছে

ZUtA Labs Mini Mobile Robotic Printer
স্মার্টফোন আর অ্যাপ থাকলেই আপনি চলতি পথে যেকোন কিছু প্রিন্ট করে ফেলতে পারবেন! ZUtA Labs’ Mini Mobile Robotic Printer নামের সুইট পিচ্চি রোবোটিক প্রিন্টার দিয়ে আপনি যেকোন সাইজের কাগজে প্রিন্ট করতে পারবেন। পিসি কিংবা স্মার্টফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে প্রিন্ট কমান্ড দিলেই এই রোবোটিক প্রিন্টার কাজ শুরু করে দেবে। রিচার্জেবল ব্যাটারি তেই চলবে এই প্রিন্টার।


VuPoint Solutions Magic Wand Portable Scanner
দ্রুত ডকুমেন্ট এবং বই স্ক্যান করতে এর জুড়ি নেই। স্ক্যান করার পর স্ক্যানড ইমেজ আপনি ছবি কিংবা পিডিএফ হিসেবে মাইক্রো-এসডি কার্ডে সংরক্ষণ করতে পারেন। অসাধারন কোয়ালিটি নিশ্চিত করতে এই মিনি স্ক্যানার দিচ্ছে ৯০০ডিপিআই-এ স্ক্যান করার সুবিধা। এর দাম $৫৪.৯০

Portable Mini Fridge Cooler And Warmer
দেয়ালের প্লাগ পয়েন্ট কিংবা গাড়ির সিগারেট লাইটার থেকেই পাওয়ার নিয়ে চলা এই বহনযোগ্য মিনি ফ্রিজ একই সাথে কুলার এবং ওয়ার্মার এর কাজ করবে; যখন যেটা দরকার! কফি গরম করা দরকার কিংবা কোক ঠাণ্ডা করা? আছে মিনি ফ্রিজ! এর দাম মাত্র $৩৯.৯৫


মোঃ রাতুল হাসান বেশটুনটি শেয়ার করেছে

বাংলা অভিধানে "বাংলাওয়াশ"-শব্দের অন্তর্ভুক্তি চাই
বাংলা একাডেমীর অভিধানে "বাংলাওয়াশ" শব্দটা খুজতেছি... (প্রশ্ন)(প্রশ্ন)
কোথাও পাইলাম নাহ !!!! (রাগী)(রাগী)

টেক টনিক বেশব্লগটি শেয়ার করেছে


ইন্টারনেট ডট অর্গ কি?

ইন্টারনেট ডট অর্গ হচ্ছে সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং সাতটি মোবাইল কোম্পানি (স্যামসাং, ইরিসন, মিডিয়াটেক, মাইক্রোসফট, অপেরা সফটওয়্যার, রিলায়েন্স ও কোলকম) এর সমন্বিত একটি সাইট,যার উদ্দেশ্য খুব সহজে সবার মাঝে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া, গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যবসাকে ত্বরাণ্বিত করা

কেন ইন্টারনেট ডট অর্গ?
ইন্টারনেটের এই যুগেও বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট সুবিধার বাইরে, যা এক কথায় অবিশ্বাস্য। লোকজন ইন্টারনেটে যুক্ত না থাকার চিহ্নিত মূল কারণগুলোঃ

১। ইন্টারনেট এনাবলড ডিভাইস গুলো ব্যয়বহুল।
২। মোবাইলের ডেটা প্ল্যানগুলো অনেক দামি।
৩। অনেক দেশেই মোবাইল নেটওয়ার্ক তুলনামূলক কম ও দুর্বল।
৪। স্থানীয় ভাষায় কন্টেন্ট এর স্বল্পতা।
৫। ইন্টারনেট ব্যবহারের উপকারী দিক সম্পর্কে মানুষ সচেতন না।
৬। ইন্টারনেট ব্যবহার করতে যে বিদ্যুৎ প্রয়োজন, তা সীমিত এবং ব্যয়বহুল।

ইন্টারনেট ডট অর্গ এর উদ্দেশ্য হচ্ছে এই বিপুল জনগোস্টীকে ইন্টারনেটের সাথে যুক্ত করা।
সংস্থাটির ভাষ্যমতে ২০১৫ সালের মধ্যেই ১০০টি দেশে ফ্রি ইন্টারনেট পৌঁছে দেবে ইন্টারনেট ডট অর্গ। আশার কথা হচ্ছে, চলতি বছর বাংলাদেশেও এই বিনামূল্যের ইন্টারনেট সেবা চালু করবে ফেসবুক।

এই সেবার সুবিধা কি?
ইন্টারনেট ডট অর্গ অ্যাপ এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারিত প্রচুর সংখ্যক স্বাস্থ্য, কর্মসংস্থান, এবং স্থানীয় তথ্য বিষয়ক সাইটগুলো বিনামূল্যে ব্রাউজ করতে পারবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করবে।

সম্প্রতি শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ইন্টারনেট ডট অর্গের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েলস জানান, "বর্তমানে ৬টি দেশে প্রায় ৭০ লাখ মানুষ ফেসবুকের এই ইন্টারনেট সেবা ব্যবহার করে বিভিন্ন প্রয়োজন মেটাতে পারছে। আমরা চলতি বছরের মধ্যেই ১০০টি দেশে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।"

বর্তমানে এই সুবিধা ব্যবহারকারী দেশসমূহঃ
জুলাই ২০১৪: জাম্বিয়া
অক্টোবর ২০১৪: তানজানিয়া
নভেম্বর ২০১৪: কেনিয়া
জানুয়ারি ২০১৫: কলম্বিয়া
জানুয়ারি ২০১৫: ঘানা, with Airtel
১০ ফেব্রুয়ারি ২০১৫: ভারত (রিলায়ান্স)
১৮ মার্চ ২০১৫: ফিলিপাইন (স্মার্ট কমিনিকেশন্স)
১ এপ্রিল ২০১৫: গুয়েতেমালা

মার্ক জাকারবার্গের এই উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেট নিরক্ষর মানুষকেও ইন্টারনেটের বিশাল তথ্যভাণ্ডারের সাথে যুক্ত করবে, যার প্রভাব হবে নিঃসন্দেহে সুদূরপ্রসারী।

মিকু: একজনকে সুপারিশ করেছে

তৌফিক পিয়াস

@towfiqpiash

অ্যানিমেটেড মুভিখোর
২১২ জন ফলো করছে

জাহিদ অভাজন বেশব্লগটি শেয়ার করেছে

 1. Advanced Download Manager (মোবাইলের IDM!)
 2. Android Assistant (ছোট্ট, কিন্তু কাজের অ্যাসিস্ট্যান্ট)
 3. AppLock (যেকোনো অ্যাপ লক করতে, ভিডিও কিংবা ফটো ভল্ট বানাতে এবং আরও অনেক কাজের জন্য এর জুড়ি নেই)
 4. Avast Mobile Security (ভাইরাস প্রটেকশন)
 5. Camera360 (মোবাইল ফটোগ্রাফির জন্য নাম্বার ওয়ান)
 6. Daily Expense (আয় ব্যয় এর হিসেব রাখো আরও সহজে)
 7. Diaro (ডায়েরীর বাপ!)
 8. DU Battery Saver (ব্যাটারি লাইফ এক্সটেন্ড করে)
 9. DU Speed Booster (জাঙ্ক ক্লিনার প্লাস স্পিড বুস্টার)
 10. ES File Explorer (শক্তিশালী ফাইল ম্যানেজার)
 11. Greenify (অব্যবহৃত ব্যাকগ্রাউন্ড অ্যাপ হাইবারনেট করে)
 12. MX Player (বেস্ট মিডিয়া প্লেয়ার)
 13. PicsArt (ক্যামেরা, এফেক্ট, ফটো কোলাজ)
 14. Ridmik Keyboard (বাংলা কিবোর্ড)
 15. Salatuk (কিবলা এবং আজান এলার্ট)
 16. SHAREit (হাই স্পিড ফাইল ট্রান্সফার)
 17. SketchBook Xpress (মোবাইল এখন ক্যানভাস! যা ইচ্ছে আঁকো)
 18. Snapseed (ফটো ইফেক্ট)
 19. Viber (কালারফুল ফ্রি আড্ডাবাজী [ইন্টারনেট লাগবে!])
 20. WordWeb (ডিকশনারি)
 21. WPS Office (মিনি অফিস স্যুট)
 22. Wunderlist (টাস্ক, টু-ডু এবং আরও কিছু)

** আপনি কোনটা ইউজ করছেন? শেয়ার করুন ।

বিডি আইডল বেশব্লগটি শেয়ার করেছে

 1. Advanced Download Manager (মোবাইলের IDM!)
 2. Android Assistant (ছোট্ট, কিন্তু কাজের অ্যাসিস্ট্যান্ট)
 3. AppLock (যেকোনো অ্যাপ লক করতে, ভিডিও কিংবা ফটো ভল্ট বানাতে এবং আরও অনেক কাজের জন্য এর জুড়ি নেই)
 4. Avast Mobile Security (ভাইরাস প্রটেকশন)
 5. Camera360 (মোবাইল ফটোগ্রাফির জন্য নাম্বার ওয়ান)
 6. Daily Expense (আয় ব্যয় এর হিসেব রাখো আরও সহজে)
 7. Diaro (ডায়েরীর বাপ!)
 8. DU Battery Saver (ব্যাটারি লাইফ এক্সটেন্ড করে)
 9. DU Speed Booster (জাঙ্ক ক্লিনার প্লাস স্পিড বুস্টার)
 10. ES File Explorer (শক্তিশালী ফাইল ম্যানেজার)
 11. Greenify (অব্যবহৃত ব্যাকগ্রাউন্ড অ্যাপ হাইবারনেট করে)
 12. MX Player (বেস্ট মিডিয়া প্লেয়ার)
 13. PicsArt (ক্যামেরা, এফেক্ট, ফটো কোলাজ)
 14. Ridmik Keyboard (বাংলা কিবোর্ড)
 15. Salatuk (কিবলা এবং আজান এলার্ট)
 16. SHAREit (হাই স্পিড ফাইল ট্রান্সফার)
 17. SketchBook Xpress (মোবাইল এখন ক্যানভাস! যা ইচ্ছে আঁকো)
 18. Snapseed (ফটো ইফেক্ট)
 19. Viber (কালারফুল ফ্রি আড্ডাবাজী [ইন্টারনেট লাগবে!])
 20. WordWeb (ডিকশনারি)
 21. WPS Office (মিনি অফিস স্যুট)
 22. Wunderlist (টাস্ক, টু-ডু এবং আরও কিছু)

** আপনি কোনটা ইউজ করছেন? শেয়ার করুন ।

দীপ্তি বেশব্লগটি শেয়ার করেছে

 1. Advanced Download Manager (মোবাইলের IDM!)
 2. Android Assistant (ছোট্ট, কিন্তু কাজের অ্যাসিস্ট্যান্ট)
 3. AppLock (যেকোনো অ্যাপ লক করতে, ভিডিও কিংবা ফটো ভল্ট বানাতে এবং আরও অনেক কাজের জন্য এর জুড়ি নেই)
 4. Avast Mobile Security (ভাইরাস প্রটেকশন)
 5. Camera360 (মোবাইল ফটোগ্রাফির জন্য নাম্বার ওয়ান)
 6. Daily Expense (আয় ব্যয় এর হিসেব রাখো আরও সহজে)
 7. Diaro (ডায়েরীর বাপ!)
 8. DU Battery Saver (ব্যাটারি লাইফ এক্সটেন্ড করে)
 9. DU Speed Booster (জাঙ্ক ক্লিনার প্লাস স্পিড বুস্টার)
 10. ES File Explorer (শক্তিশালী ফাইল ম্যানেজার)
 11. Greenify (অব্যবহৃত ব্যাকগ্রাউন্ড অ্যাপ হাইবারনেট করে)
 12. MX Player (বেস্ট মিডিয়া প্লেয়ার)
 13. PicsArt (ক্যামেরা, এফেক্ট, ফটো কোলাজ)
 14. Ridmik Keyboard (বাংলা কিবোর্ড)
 15. Salatuk (কিবলা এবং আজান এলার্ট)
 16. SHAREit (হাই স্পিড ফাইল ট্রান্সফার)
 17. SketchBook Xpress (মোবাইল এখন ক্যানভাস! যা ইচ্ছে আঁকো)
 18. Snapseed (ফটো ইফেক্ট)
 19. Viber (কালারফুল ফ্রি আড্ডাবাজী [ইন্টারনেট লাগবে!])
 20. WordWeb (ডিকশনারি)
 21. WPS Office (মিনি অফিস স্যুট)
 22. Wunderlist (টাস্ক, টু-ডু এবং আরও কিছু)

** আপনি কোনটা ইউজ করছেন? শেয়ার করুন ।

পাসওয়ার্ড ভুলে গেছেন?


অথবা,

আজকের
গড়
এযাবত
১,৬৩৬

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

+ আরও