স্রষ্টা মানুষ কে পৃথিবীতে পাঠিয়েছেন ভাল কিংবা খারাপ নানান গুণাবলী দিয়ে যেন মানুষ নিজেই নিজের জীবনকে পরিচালনা করতে পারে । দিয়েছেন বিবেক বুদ্ধি । এ জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বলে আখ্যায়িত। মানুষ সৃষ্টির সেরা জীব বলেই অন্য কারো জীবন সে নষ্ট করবার ক্ষমতা কোনোভাবেই রাখেনা। মানুষের জীবন নষ্ট হয় তার নিজের জন্য। কেননা বিধাতার দেয়া গুণাবলীগুলো সে ভালভাবে কাজে লাগাতে পারেনা বিধায় বিপথে যায়, একটা সময় যখন সে অনুধাবন করতে পারে তার ভুলগুলো তখন সে অন্যর উপর দোষ দেয় । তাই কারো জীবন কেউ নষ্ট করতে পারে না ।মানুষ নিজেই নিজের জীবন নষ্টের জন্য দায়ী ...।
একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কিংবা জীবন নষ্ট করা একই কথা. এর চেয়ে ঘৃণিত কাজ দুনিয়ায় খুব কম আছে. কারো জীবন নষ্ট করা আর কাউকে খুন করা সমপর্যায়ের পাপ. যার জীবন নষ্ট হয়, সে হয়ত দুনিয়াতে বেচে থাকে কিন্তু সে বেচে থাকা মরে যাওয়ারই মত.......এই পাপ করার আগে মানুষের উচিত নিজেকে এরকম কাজ থেকে বিরত রাখা....
প্রত্যেক মানুষেরই নিজের একটা আলাদা ভূবন থাকে।একান্ত আপন কেউ ছাড়া ঐ ভুবনে আর কাউকেই মানুষ জড়াতে চাই না।আর ঐ আপনজনই যখন সমস্ত বিশসাস ভেঙ্গে ভুবনটাকে তছনছ করে দেয় তখন জীবনটাই নিজের কাছে অতিষ্ট হয়ে উঠে। সুতরাং নিজ ভুবনে কাউকে জড়ানোর আগে ভাবুন আর ভাবুন।
বাস্তবতার দিকে দেখলে দেখা যাবে যে "" মানুস এর জীবন কখনো নষ্ট হয়না,, সুধু মাত্র জীবন এর কিচু সময় খারাপ যায়"" এর চাইতে বেশি কিচু নয়!!!
মানুষ্ আবার চাইলেই তা ঠিক করে নিতে পারে ,,জাস্ট কিচু সময়ের বেপার আর কি ???
ভালো হয় এই সব ভালো-খারাপ ভুলে জীবনটাকে প্রাণ ভরে উপভোগ করা............
হেলেন একটি ফুলের নাম. আমি এক জন মা, এটি আমার বড় পরিচই
কারও "জীবন নষ্ট করা" কে আমি ঘৃনা কাজ মনে করি, মানুস নামের পশু, তার শাস্থি হওয়া দরকার যদি কারো জীবন বসত করে থাকে তাহলে তাকে এখনই ফিরান এটা টাও বেসা হয়ে যাবে.