ফিমা কিবরিয়া
প্রশ্ন করেছেন

আর নয় ভাবনা দাগ নিয়ে: ১) ভারী আসবাব দীর্ঘদিন এক জায়গায় রেখে দিলে মেঝেতে দাগ হয়ে যায়। সেক্ষেত্রে কাগজের টুকরো রেখে দিতে পারেন আসবাবের কোনায়, তাতে দাগ পড়বে না। আবার আসবাব সরানোর সময় টাইলসের মেঝেতে পড়ে যেতে পারে দাগ। সেক্ষেত্রে আসবাবের তলায় পুরনো মোজা রেখে আসবাব টানুন,দাগ পড়বে না।২) সাদা রঙয়ের দরজা বা জানালায় ময়লার দাগ তুলতে সাবান পানির ভিতর স্পিরিট মিছিয়ে সেই মিশ্রণ কাপড়ে নিয়ে মুছুন দরজা। কিন্তু বেশি মেশাবেন না,এতে রঙ নষ্ট হয়ে যেতে পারে।৩) কার্পেট পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। ঝাড়ুর আঘাতে কার্পেট ক্ষতিগ্রস্ত হয়। ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে কার্পেট পরিষ্কারের পৃথক ব্রাশ ব্যবহার করুন।৪) দেয়ালে ফুটো হয়ে গেলে বা পুরানো পেরেক তুলে ফেলার পর একটু টুথপেস্ট দিয়ে জায়গাটা ভরে দিন, ছুরি দিয়ে বাড়তি টুকুন চেঁছে ফেলুন। পেস্ট শুকিয়ে গেলে মানানসই রঙ লাগিয়ে দিন।৫) তরকারি রান্নার পর প্রেশার কূকারে হলুদ দাগ পরে যায়। পানিতে লেবুর রস বা ভিনিগার মিশিয়ে একটু ফুটিয়ে নিন,সহজেই দাগ চলে যাবে।৬) বাথরুমের বেসিনে পানি পরে হলুদ দাগ হয়ে যায়। দাগের উপর ভিনিগার বা অর্ধেক লেবু দিয়ে ঘষুন। দাগ উঠে যাবে।৭) বাথরুমের আয়নায় পানির ছিটা লেগে দাগ হয়ে যায়। পুরানো নাইলনের মোজা দিয়ে কাঁচ মুছে ফেলুন। দাগ নিমেষে উধাও হবে।৮) অনেক জিনিসেই মরচের দাগ পরে যায়। তারপিন তেলের সঙ্গে লবণ মিশিয়ে মরচে পরা জায়গাটি ঘষুন । দাগ উঠে যাবে।৯) সোপকেসে সাবান শক্ত হয়ে জমে গেলে প্রায়ই দাগ হয়ে যায়। সোপকেসের আয়তন অনুযায়ী স্পঞ্জ বা রাবার সাবান রাখার জায়গায় রেখে তার উপর সাবান রাখুন। ১০) পিতলের জিনিসের দাগ তুলতে ময়দা ,লবন ও ভিনিগারের পেস্ট বানিয়ে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর নরম কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। ১১) বাসনের স্টীকার তোলা সহজ কাজ নয়। তোলা গেলেও আঠালো ভাব লেগে থাকে। তাই হাত দিয়ে না তুলে স্টীকারের এক পাশে জ্বলন্ত মোমবাতি ধরুন, এরপর মোমবাতি সরিয়ে এক পাশ থেকে আস্তে করে স্টিকার টেনে তুলে ফেলুন। মোমবাতির তাপে আঠা আলগা হয়ে যাবে। ১২) নিয়মিত আয়না পরিষ্কার করার জন্য প্রথমে ভেজা কাপড় দিয়ে আয়না মুছে ফেলুন,তারপর খবরের কাগজ মুড়িয়ে আর একবার মুছুন। চকচকে হয়ে যাবে। ১৩) বাড়ি রঙ করার সময় জানালার কাঁচে প্রায়ই রঙ লেগে যায়। গরম ভিনিগার দিয়ে কাঁচ মুছে ফেলুন,রং উঠে যাবে।

আয়না মানুষের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস | আয়না দেখেন না এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবেনা | আর তাই আয়নার যত্ন নেওয়া উচিত | বেসিনের আয়নায় পানির ছিটা লেগে দাগ পরে এই দাগ তুলতে হলে ১.পুরনো নাইলনের মোজা দিয়ে ঘষলে দাগ উঠে যাবে।২.খবরের কাগজ গরম পানিতে ভিজিয়ে আয়না ঘষে ঘষে মুছুন, তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন। সে ক্ষেত্রে গ্লাস ক্লিনার তোয়ালে বা নরম কাপড়ে স্প্রে করে তারপর ব্যবহার করুন। সরাসরি কাচের গায়ে স্প্রে করবেন না।

আমার রুমের বাথরুমের আয়না আমি যেভাবে পরিষ্কার করি তা হল খবরের কাগজ হাল্কা ভিজিয়ে আয়না ঘষুন,এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। হয়ে যাবে আপনার আয়না ঝকঝকে তকতকে আয়না!

গ্লাসের দাগ উঠানোর জন্য গ্লাস ওয়সিং পাউটার পাওয়া যায় আপনি সেটা ব্যবহার করতে পারেন।
গ্লাস ক্লিনার স্প্রে করে কাপড় দিয়ে মুছলে উঠে যাবে। নরম কাপড়ে হ্যান্ডওয়াশ দিয়ে ফেনা করে তা দিয়ে কিছুক্ষন ঘসে ভেজা আয়না নিউজপেপার বা ব্রাউন পেপার দিয়ে মুছে নিলেও কাজ হয়। প্রতিদিন কাগজ বা নরম কাপড়ে মুছে রাখলে আর দাগ পড়বেনা।

oi dag uthaite gele abr dag porbe... tar cheye notun ayna lagan

আয়না পরিবর্তন করে ফেলেন, ভালো হবে. ঘোলা আয়নায় সুন্দর চেহারা খারাপ দেখাতে পারে.
