......
প্রশ্ন করেছেন

আন্টিব্যাকটেরিয়াল সাবান হলো এক ধরনের ঔষুধ - চামড়ার জন্য | একটানা সারা বছর ব্যবহার করা উচিত নয় কিন্তু কিছু কিছু কারণে ব্যবহার করার দরকার হলে একটানা এক-দুই মাস ব্যবহার করা যায় | যেমন যদি আপনার ঘামে বেশ দুর্গন্ধ হয়, তার মানে শুধু খাবারের কারণে নয়, আপনার চামড়ায় কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে (ঘামের দুর্গন্ধের জন্য আমাদের খাবারের উপকরণও কিছুটা দায়ী) - তাহলে Lifebuoy অথবা Detol ব্যবহার করতে পারেন ১-২ মাস ধরে | পানিতে নিমপাতা ও লেবুপাতা মিশিয়ে গোসল করলেও বলে উপকার হয় কিন্তু আজকাল এই সব পাতা পাওয়া দুস্কর একটি কাজ | ভালো ব্রান্ডের সাবান গুলি বেশ কিন্তু যদি ঘামের দুর্গন্ধ দূর করতে চান তবে মেডিকেটেড সাবান ব্যবহার করাই শ্রেয় আর উপরে বলা দুইটি ব্র্যান্ডই বেশ ভালো |

সবগুলোই ভালো। তবে আমার এক ডাক্তার বন্ধুর মতে আন্টিব্যাক্টেরিয়া সাবান লং টাইম ব্যবহার করলে স্কিন প্রব্লেম দেখা দেয়। সেক্ষেত্রে গ্যাপ দিয়ে ব্যবহার করা উচিৎ বা ২ মাস পর পর ব্র্যান্ড পরিবর্তন করা উচিৎ।

ডেটল ভালো কিন্তু টানা বেবহার না করে একটা শেষ হলে অন্য ব্র্যান্ড এর একটা বেবহার করে আবার ডেটল বেবহার করুন , এতেই ভালো , আমি যতদুর জানি টুথপেস্ট এর জন্য একই ভাবে চেঞ্জ করতে হয় ব্র্যান্ড.

বর্তমানে বাজারে যতগুলো এন্টি বেক্টেরিয়া সাবান আছে তার মধ্যে ডেটল রেগুলারটা ভালো l

ডেটল সবচেয়ে ভাল... তবে একই ব্র্যান্ড দীর্ঘদিন ব্যবহার না করাই ভাল। আপনি একে একে সবগুলো ব্যবহার করে দেখতে পারেন।

ডেটল তা ভালো...try করে দেখতে পারেন

alam's pocha saban
