জান্নাতুল ফিরদৌস
প্রশ্ন করেছেন

মিউজিক এর রুচির দিক থেকে আমি একটু আলাদা। আমার পছন্দ শুধু ওল্ড বাংলা আর রবীন্দ্র সংগীত। একবার "মাই হবি" নিয়ে প্যারাগ্রাফ লিখতে দিয়েছিল স্যার। আমি পড়ে গিয়েছিলাম না। আমার বান্ধবী পড়ে গিয়েছিল। সে পেল ১৫ এর ভিতর ১৩ আর আমি পেলাম ১৪। কারণ, আমার হবিটা ছিল ব্যতিক্রমী। আমার হবি ছিল কালেক্টিং ওল্ড লিরিক। বলে রাখা ভাল যে এফ এল স্টুডিওতে মিউজিক নিয়ে কাজ করি। হারানো দিনের গানের মিউজিক কম্পোজ করে রেকর্ডিং করি। গলা কতটা ভাল তা জানিনা। আর আর্টিস্ট জেনার সেরকমভাবে কাউকে ফেভারিট বলতে পারব না। কারণ আমি গানের সুরটাকে বেশি প্রাধান্য দিই। সুর ভাল হলে সেই গানটি আমার শুনতে ভাল লাগে। একটা আর্টিস্ট এর সবগুলো ভাল লাগবেনা এটাই স্বাভাবিক। তবে আর্টিস্ট হিসেবে শ্রীকান্ত আর হেমন্ত কেই বেশি ভাল লাগে। হারানো গানগুলোকে ধরে রাখার চেষ্টা করছি। দোয়া করবেন। লেটস কালেক্ট দ্যা ওল্ড লিরিকস।

শুধু মিউসিক এর ক্ষেত্রে আমার পছন্দ সবথেকে বেশি Yanni , Enigma আর Joe stariani এর মিউসিক,বিশেষ করে Yanni এর almost a whisper যতবার শুনি আমার গা কাটা দিয়ে উঠে,একদম মনের ভেতরের আবেগ কে নাড়া দিয়ে যায়,ধন্যবাদ
The Lonely Shepherd by Zamfir. Awesome one......

MLTR ( Michael Learns to Rock ) আমার প্রিয় ব্যান্ড সফট রক টাইপের গান ভালো লাগে- এর পর আছে Pink ( খুব বেশি মন খারাপ হলে ট্রাই- গানটা রিপিট দিয়ে শুনতে থাকি ভালো লাগে ) প্রিয় শিল্পী হেমন্ত, কিশোর কুমার, লতা, সোনু নিগম, আইয়ুব বাচ্চু ( এখন অনেক রাত, সেই তুমি ---গান গুলো শুনলে মনে হয় কোনো দিন পুরনো হবে না ) আমি গান বা সংগীতের ক্ষেত্রে সর্বভুক... যখন যেটা ভালো লাগে শুনি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্যে

গান শোনাটা আমার জন্য নিত্য কাজের একটি কাজের মত। বিশেষ কোন কারণ ছাড়া গান নাশুনে থাকি না।সুতরাং গান আমার অনেক ফ্রেন্ডের একটি ফ্রেন্ড।আমি সাধারণত সফট, সফট মেলোড্, আর মাঝে মধ্যে পপ,রক ও শুনে থাকি। খুব বেশি শুনে থাকি বিভিন্ন শিল্পীর রবিন্দ্রসংগীত, আধুনীক, ভারতীয় আধুনীক গান।

আমার খুব প্রিয় কাজ গুলোর একটি হলো গান শোনা l নেশার মত গান শুনি l সফট মেলোডি ধাচের গান আমাকে বেশি টানে l শ্রেয়া ঘোষাল, সনুনিগম,আদনান সামি, কেলাশখের গান শুনতে বেশি পছন্দ করি l
রক, পপ বেশি শুনি। মাঝে মাঝে মেটাল শুনি। সবচেয়ে প্রিয় এনরিকে ইগ্লেসিয়াস :)

সবচে বেশি ভালো লাগে Yiruma - kiss in the rain , river flows in you, genre- new age , এছাড়াও রয়েছে Kenny G ,Yanni বেশি ভাল্লাগে !!! শুনে দেখেন !!

আমি সভাবতই মেটাল পছন্দ করি , সুধু মিউসিক এর ক্ষেত্রে আমার ফাভারিট হছে joe satriani , steve vai এরা .
