দীপ্তি
প্রশ্ন করেছেন

আমার ক্ষেত্রে কোনো সময়েই সাবটাইটেল থাকেনা কাজেই, প্রায় সময়ই নেট থেকে নিয়ে ডাউনলোড করতে হয় ! সাবটাইটেল এর ফরমেট থাকে সাধারণত .SRT সাইজও ও খুব বেশি থাকেনা এভারেজ হয়ত ৩০ KB ,এই কয়টা তথ্য জানতে পারলেই কাজটা সোজা হয়ে যায় ! আর কিভাবে পাওয়া যায় তাতো খুব সহজ আমি তো গুগল এ মুভি নাম দিয়ে সাবটাইটেল লিখে দিলেই চলে আসে ! আপনিও তাই করতে পারেন বেশ ভালো কাজ দেয় তবে, আমার ফেভারিট কিছু সাবটাইটেল নামানোর সাইট হলো - subscene .com ,opensubtitle .org I চাইলে এইসব সাইট এ গিয়ে মুভি নাম দিয়ে সার্চ করলেই হাজারটা সাবটাইটেল বের হয়ে আসবে ! আরেকটা বিষয় লক্ষনীয় সব সাবটাইটেল কিন্তু ম্যাচ করেনা ,একেকটার ক্ষেত্রে একেকরকম লাগে এই যেমন- Blu-ray ক্ষেত্রে যেই সাবটাইটেল সাপোর্ট করে সেইটা হয়ত করেনা DvdRip এর ক্ষেত্রে কাজেই, ডাউনলোড করার সময় এর পাশে কোন প্রিন্ট এর নাম লিখা আছে সেই অনুযায়ী ডাউনলোড করলেই হবে ! আর ডাউনলোড করে কিভাবে প্লে করতে হয় তা বেশ সহজ কাজ আর না পারলে একজনত ইতিমধ্যে বলেই দিয়েছেন (শাকিল ভাই ) কাজেই, সেইটা দেখে নিলেই হলো ! আশা করি কাজে আসবে ধন্যবাদ I

আমরা সবাই প্রায় মুভি দেখি, সাথে অনেকেই মুভি ডাউনলোডের সময় সাবটাইটলও ডাউনলোড করি, মুভিটা ভালোভাবে বুঝার জন্য। অনেকের আবার মুভি সংগ্রহে রাখার বাতিক, সাথে হয়ত অনেকেই সাবটাইটেলসহ একই ফোল্ডারে মুভি সেভ করে রাখেন। এরপর মুভি দেখার সময় আবার প্লেয়ারের সাবটাইটেল ফাইল ব্রাউজ করে দেখতে হয়। আবার অনেক সময় দেখা যায়, যে সাবটাইটেল খুজে পাচ্ছেন না, আবার ডাউনলোড দরকার। এসব বিরক্তিকর সমস্যা সহজেই দুর করা সম্ভব যদি আপনি প্রথমবার মুভি ডাউনলোডের সময় সাবটাইটেল ট্রাকটি একটা বিশেষ সফটওয়ার দিয়ে মুভিটির সাথে সেভ করে নেন, তাহলে এই ঝামেলা আর থাকবে না। যখনই দেখুন না কেন, মুভির সাথে সাথে সাবটাইটেলও চালু হবে। কিভাবে করবেন, নিচের ধাপ অনুসরন করুনঃ প্রথমে সাবটাইটেল যুক্ত করার জন্য ( http://www.ziddu.com/download/10449049/Subtitle.zip.html) এই সফটওয়ারটি ডাউনলোড করুন। এরপর আনজিপ করে সেটআপ দিন। এবার নিচের ছবিতে দেখানো ক্রমানুসারে নিচের ধাপগুলি অনুসরন করুনঃ ১। যেহেতু সফটওয়ারটি সেটআপ দেয়া হয়েছে, এখন ডেক্সটপ এর শর্টকাট অথবা স্টার্ট বাটন থেকে MKVmerge GUI এ ক্লিক করুন। যে মুভির সাথে সাবটাইটেল যুক্ত করবেন, তা হার্ডডিক্স থেকে লোকেশন ব্রাউজ করে দিন ADD বাটন এ ক্লিক করে। এরপর আবারও ADD এ ক্লিক করুন, এবার সাবটাইটেল ফাইলটা (.srt format) ব্রাউজ করে দিন হার্ডডিক্স থেকে। যেকোন মুভির জন্য সাবটাইটেল পেতে পারেন, নিচের সাইটগুলি থেকেঃ www.opensubtitles.org www.subtitlesource.org www.mysubtitles.com subscene.com ২। ছবিতে খেয়াল করুন, মুভির লোকেশন আর সাবটাইটেল লোকেশন ব্রাউজের ফলে ৩টা ফাইল দেখাচ্ছে, ৩নংটা হলও সাবটাইটেল ফাইল, এটাকে কার্সর দিয়ে সেলেক্ট করে, সাবটাইটেলের ভাষাটা নির্বাচন করুন Language এ ক্লিক করে। ৩। এবার Output File এর নিচের বক্সে লোকেশন ব্রাউজ করে দিন, যেখানে সাবটাইটেল যুক্ত হওয়া মুভিটি সেভ করতে চান। ৪। এবার Start Muxing এ ক্লিক করুন। মুভিটে সাবটাইটেল যুক্ত হওয়া শেষ হলেই OK বাটনে ক্লিক করুন। আপনার কাজ শেষ, মুভিটির নতুন ফরম্যাট হলো .mkv যা আপনি vlc প্লেয়ার দিয়ে চালাতে পারবেন। এভাবে সাবটাইটেল যুক্ত করার ফলে মুভির কোয়ালিটির কমে যাবে না।
http://subscene.com/ এই সাইট তাই আপু একটি মুভির সব ভার্শনের জন্যই সাব টাইটেল পাবে বিভিন্ন ভাষাতে। কিন্তু সাবতাইতেল নামানর সময় লক্ষ্য রাখব তোমার মুভির নাম আর সাব তাইতেলের নাম যেন একই থাকে!

SublightSetup.exe এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিন । গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে । ইন্সটল করার পর শুধুমাত্র যে মুভির সাব লাগবে সে মুভিটি সিলেক্ট করতে হবে। এরপর search Subtitle button এ ক্লিক করুন । বাকি কাজ এই সফটওয়্যারটি নিজেই করে নিবে । অনেকগুলো সাব এর লিস্ট আপনাকে দেখাবে । আপনি আপনার প্রয়োজনীয় ভাষার সাবে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে । আর ডাউনলোড হওয়ার পর অটোই মুভি প্লে হবে যাতে আপনি বুঝতে পারেন সাবটাইটেল ম্যাচ করেছে কিনা । এইতো ঝামেলা শেষ । :)

সিনেমার নাম পাশাপাশি eng srt লিখে সার্চ দিন এবং ডাউনলোড হয়ে যাবার পর সিনেমার নাম ও srt ফাইল এর নাম টা রিনেম এক করে দিন ।

আমি সাধারণত দুইভাবে সাবটাইটেল বের করি। প্রথম, মিডিয়া প্লেয়ার ক্লাসিক হোম সিনেমা তে যেয়ে File>Subtitle database>Download(মুভি প্লে করে পজ করবেন) এইভাবে ইংলিশ সাবটাইটেল পেতে পারেন। যদি না পান সেক্ষেত্রে www.subscene.com এ যেয়ে মুভির নাম লিখে সার্চ করুন এর একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এটাকে এক্সট্র্যাক্ট করলে এর ভেতরে srt একটি ফাইল পাবেন সেটাই সাবটাইটেল। এবার দেখুন কথার সাথে সাবটাইটেল ম্যাচ হচ্ছে কিনা! নাহলে অন্য আরেকটা নামিয়ে ফেলুন(কয়েক সেকেন্ড-এর ব্যাপার)।
