রেজাউল ইসলাম
প্রশ্ন করেছেন

নাটোর(বনলতা সেনের বাড়ি),বগুড়া(মহেস্তানগর),সিলেট(মাজার),মানিকগঞ্জ(বিজয়া মেলা),গাজীপুর(নুহাস পল্লী,পুস্পাদাম)আর কোথাও যাইনি :( :(

আমি কক্সবাজার এর হিমছড়ি ,ইনানী,সেন্ট মার্টিন ঝরনা,টেকনাপের ''মার্টিন কূপ'' পার্বত্য জেলার বান্দরবন,বৌদ্ধ বিহার, সিলেট, সুন্দরবন এসব জায়গায় ভ্রমন করেছি l
স্টাডি ট্যুর আর কালেভদ্রে ফ্যামিলি ট্যুর ছাড়া ভ্রমন কি জিনিস জানাই হলনা এ জীবনে! তাও ঢাকার আশপাশেই। হায়রে পোড়া কপাল...... :( :( :( "দেখা হয়নাই চক্ষু মেলিয়া..."

কক্সবাজার আর সুন্দরবন

দেশর বাইরে অনেক জায়গাতেই গেছি কিন্তু তেমন উপভোগ করতে পারিনি কারণ প্রিয় জন সাথে ছিলনা |কিতু দেশে শ্রীমঙ্গল আর ফয়েজ লেকের অভিজ্ঞতা অসাধারণ | একদম স্বপ্নের মত

ধন্যবাদ..আপনকে...আমি ও কিন্তু অনেক জায়গা ভ্রমন করেছি..তার মধ্যে,,কক্সবাজার এর হিমছড়ি ,ইনানী,সেন্ট মার্টিন ঝরনা,টেকনাপের ''মার্টিন কূপ'' পার্বত্য জেলার বান্দরবন,বৌদ্ধ বিহার, সিলেট,বেনাপোল,এবং কলকাতার নারিকেল বিচ এবং দিল্লির তারাতলা,

আমি ভ্রমন প্রিয় মানুষ .......... আমি কিসু দিন পর পর লং-টুর এ যাই ....... আর প্রতি শুক্রুবার বন্ধু রা মিলে আসপাসের অঞ্চলে যাই এই টা কখনো ই মিস হয় না ............. কোন কোন জায়গায় গেছি তা লেখা সম্ভব নয় বাংলাদেশ এর সিলেট বাদে সব জায়গায় গেছি ...... এই মাসে ও ৩-৪ টা পিকনিক আছে দুরে দুরে ..........

আমি নাটোর এর ছেলে তাই আমি রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া এইসব জায়গা তে গিয়েছি । কিছু দিন আগে কুমিল্লা গিয়েছিলাম । আর সবচেয়ে মজার ভ্রমন করেছি >> কক্সবাজার এর হিমছড়ি ,ইনানী,সেন্ট মার্টিন। এখন সামনে বান্দরবন যাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয়।

কক্সবাজার এর হিমছড়ি ,ইনানী, সেন্ট মার্টিন, ছেড়া দ্বীপ (অসম্ভব সুন্দর), পার্বত্য জেলার বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেটের শ্রীমঙ্গল, তমাবিল, জাফলং, বেনাপোল, ময়নামতি আর চট্টগ্রামের শহরের ভিতরের জায়গাগুলু।

গত ১২ বছরে আমি সর্বমোট ৫১টি জেলার প্রায় সব পর্যটনকেন্দ্র ঘুরেছি। অন্য কোন কাজে নয়, ভ্রমণের নেশায় কখনো বাংলাদেশের বন্যপ্রাণী, ফুল, পাখি এসব নিয়ে জানার জন্য। বাকি জেলাগুলোও ঘোরার ইচ্ছা আছে, তবে এখন দেশের বাইরে আছি। তাই পরে সেগুলো দেখার প্ল্যান আছে। আমার ঘোরাঘুরি নিয়ে আমি তৈরি করেছি বাংলাদেশের সবচেয়ে পুরনো ভ্রমণ সাইটগুলোর একটা বাংলার বিস্ময়। আগ্রহ থাকলে দেখে আসতে পারেন।
