
হিরক রাজার দেশে ...

ভাই শুধুমাত্র একটি বলা অনেক কঠিন। বাংলাদেশের বিশাল চলচ্চিত্র সম্ভার থেকে সেরা একটি নির্বাচন করা যেমন দূরুহ তেমনি বিতর্ক সাপেক্ষ, বলতে গেলে আমার কাছেও মনে হয় অন্যগুলোর প্রতি অবিচার করা হবে। তারপরও অনেক কিছু বিবেচনায় এনে যে নামটি আসে তা হল জহির রায়হান স্যারের "জীবন থেকে নেয়া"। কারন এতে একটি দেশ, একটি পরিবার, একটি চাবির গোছা এবং একটি গন-আন্দোলন সব কিছু একই সাথে সমান্তরাল ভাবে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ।

শুধুমাত্র একটা মুভি ???? অনেক কঠিন প্রশ্ন ... এরপরেও পছন্দের মুভি - Taken
আপনি যতই শর্ত দেন আমি মানব না, সুন্দর ছবি একাধিক গুলার নাম জানা সবার দরকার। তাই ছোট লিস্ট দিলাম.....১. Hachiko - A Dogs স্টোরি ( চোখের অশ্রু আটকানো কঠিন একটু ধৈর্য ধরে দেখতে হবে। ভাল রেটিং এর ছবিতে সাধারনত একটু ধৈর্য ধরতেই হয়।) ২. iRobot , ৩. I am the legend, ৪. Wale , ৫. Finding Nemo ,৬. 2012 ইত্যাদি।

সত্য কাহিনী অবলম্বনে নির্মিত Hachiko - A Dogs story ছবিটার কথা আজ ভীষন ভাবে মনে পড়ছে এবং আমার দেখা সেরা ছবিগুলোর তালিকার মধ্যে রিচার্ড গেরে ও জোয়ান এলেন অভিনীত এই ছবিটি উপরের দিকেই থাকবে...........

যদি নিজের দেখা এ পর্যন্ত সব ছবিগুলোর মধ্যে সেরা একটাই নাম বেছে নিতে বলা হয় সেক্ষেত্রে আমি অবশ্যই বেছে নিব Forest Gump মুভিটি,আমি যতবার এই মুভি টা দেখি মুগ্ধ হয়ে যাই,ধন্যবাদ

বাংলা-দীপু নম্বর টু হিন্দি- তারে জামিন পার ইংলিশ- হ্যারি পটার সিরিজ :D

প্রথমেই বলি আমি প্রচুর মুভি দেখি l আর যে মুভি ভালো লাগে সেই মুভিতো অনেকবার l এই মুহুর্তে একটা মুভি বলতে তারেক মাসুদের মাটির ময়নার কথা মনে পড়ছে, অনেক বার দেখছি ,যতবার দেখি মনে হয় কিভাবে এই মানুষটা এত সুন্দর করে মানুষকে বুঝে,উফ আমি কবে মুভি বানাবো ?আর এই লোকটাকে চরমভাবে মিস করি l


খুব কঠিন প্রশ্ন তাই খুব চিন্তা না করে প্রথম যেই নামটা মনে পরছে বলে ফেলছি- হিন্দি- Veer zaara, বাংলা- গেরিলা, ইংলিশ- A beautiful Mind

যে কোন একটা বলা খুব কঠিন । সেরা মুভি অনেক। ১ টা করে বলতে বললে বলব--- বাংলার ক্ষেত্রে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ এর 'মুক্তির গান'। ইংরেজি মুভির মধ্যে Nolan এর The Prestige। হিন্দির মধ্যে DDLJ

আমার ভালো লাগার ছবিটি হল (বাবা কেন চাকর)

খান আতাউর রহমানের একটা গান ছিল,'এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে'...ওই ছবিটা।খুব সম্ভবত,'আলোর মিছিল'...ইংরেজী ফিল্মের মধ্যে,"Forrest Gump" আর ২টা বলতে ইচ্ছা হচ্ছে,"Memoirs of a Geisha", 'The Flowers of War'(চাইনিজ ফিল্ম)...

টাইটানিক

Braveheart - Mel Gibson

১৯৭১ সালে জহির রায়হান-এর "জীবন থেকে নেওয়া", . . . . . !!

আমার দেখা সেরা ছবিটা ফাহিম ভাই বলে দিয়েছেন,তাই দ্বিতীয়টা দিচ্ছি - Lagan

সেরা কমেডি-Dhamal ...সেরা রোমান্টিক--Veerjara ---সেরা বিরহ--Terenam

বারামখানা

আমার জীবনের মুভি দেখার মধ্যে 3 idiots তা বেশি ভালো লাগসে এই মুভি তা আমার লাইফ সেরা মুভি
বাংলা মুভি দেখিই না, জলিল ভাই এর নি:স্বার্থ ভালোবাসা দেখার চেষ্টা করেছিলাম কিন্তু দেখার মত ক্ষমতা ছিলনা :p হিন্দি - 3 idiots ইংলিশ- হ্যারি পটার সিকুয়েল।


রিভিউ : http://bioscopeblog.net/imam1/7406
মুভির কাহিনী গড়ে উঠেছে ইরানে বসবাসকারী নিম্ন মধ্যবিত্তদের জীবনধারা নিয়ে। এমনই এক পরিবারে বাস আলী আর যাহ্রা নামের দুই ছোট্ট নিষ্পাপ বাচ্চা। ছবির শুরু আলীর বাজারে যাওয়া নিয়ে। সেখানে অন্যান্য কাজ করার সাথে তার উপরে পড়েছিল আরেক বিশাল দায়িত্ব। যাহ্রার জুতা মেরামত করে আনতে হবে। কিন্তু ভাগ্য মনে হয় সেদিন সাথে ছিল না তার। হারিয়ে ফেলল জুতা জোড়া। এখন কি করবে সে? তাদের এমনিতেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। শেষ পর্যন্ত ভাই-বোনের মধ্যে চুক্তি হল। ভাইয়ের ছেঁড়া জুতাই ভাগ করে তারা পড়বে। কিন্তু এভাবে আর কতদিন? এর মাঝেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। শেষপর্যন্ত এক সুযোগ এসে দাঁড়ায় আলীর সামনে এর থেকে উত্তরণের। কিন্তু আলী কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে? নাকি সারা জীবনের ভাগ্যের উপহাসের মত এখনও তারা ইঁদুর-কপালেই থেকে যাবে? জানতে হলে মুভিটা দেখুন। ঘাবড়াবেন না। এখনও দেখে না থাকলে বলি, এটা ইরানী মুভি। ইন্ডিং আপনি যেমন ভাবছেন ঠিক তেমনটি নাও হতে পারে।
*** এবার আসি কিছু নিজস্ব মতামতে। এই মুভির প্রাণ হল এই মুভির পরিচালনা। Majid Majidi এমন একজন পরিচালক যার মুভি দেখার পর প্রতিবারই আমি তাকে আমার দেখা সেরা পরিচালকের জায়গাটা ছেড়ে দিই। এই মুভি দেখার পর সেই যায়গাটা অনেক পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আপনারও হবে এটা আমার গ্যারান্টি। এত সুন্দর পরিচালনা, এত সহজ আর সাবলীল পরিবেশনা আমি অন্য কোন মুভিতে দেখেছি তা এই মুহূর্তে মনে করতেই পারছি না। প্রতিটা দৃশ্য আমার মনে গেঁথে আছে। প্রতিটা দৃশ্য দেখেই মনে হয়েছে যেন এটি কোন ছবির দৃশ্য নয়, যেন আমার সামনেই এই ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিটা জিনিসকে যেন চাইলেই ছুঁয়ে দিতে পারব।
*** এরপর আসি মুভির প্লটে। খুব সাধারণ একটা কাহিনী। যেন আমাদের আশা পাশেই ঘটে যাওয়া কোন ঘটনার বর্ণনা করা হচ্ছে। কিন্তু দেখতে দেখতে শেষে গিয়ে মনে হবে কি অসাধারণ কাহিনী!! আসলেই এত সুন্দর একটা কাহিনী নিয়ে খুব কম ছবিই তৈরি হতে দেখেছি।
*** এরপর আসি অভিনয়ের ক্ষেত্রে। প্রতিটা, হ্যাঁ, প্রতিটা চরিত্র তাদের নিজ নিজ জায়গায় ছিল পারফেক্ট। বিশেষ করে বলব Amir Farrokh Hashemian এর কথা। কি অভিনয় করে ছেলেটা!!! আমি সত্যিই বিস্মিত। মাঝে মাঝে কিছু ছবিতে শিশু শিল্পীদের অভিনয় নজর কেড়ে নেয়। তবে এই ক্ষেত্রে তার অভিনয় শুধু নজর কাড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তা ছাড়িয়ে চলে গিয়েছিল বহু দূর। আপনিও খেয়াল করবেন যখন প্রতিদিন দেরি করে স্কুলে যাবার জন্য তাকে মার দেয়া হয়। অথবা বাবাকে কিছু না বলার জন্য বোনকে সে অনুরোধ করে। তখন দেখবেন তার অভিনয় কতটা উঁচু মানের ছিল। Bahare Seddiqi এর কথাও আলাদা করে বলতে হয়। তাকে সারা ছবিতে যখনই দেখবেন তখনই আদর করতে ইচ্ছা করবে। কিন্তু তাই বলে অভিনয় দুর্বল বলে মনে করবেন না যেন। তার অভিনয় আমার কাছে অনেক ভালো লেগেছে।
*** ক্যামেরার কাজ ছিল অসাধারণ। এমন কিছু দৃশ্য আপনি দেখবেন যা ছিল সত্যিই ইউনিক। ক্যামেরার কাজ নিয়ে আমার কোন অভিযোগ নেই। অভিযোগ রয়েছে শুধু শব্দ নিয়ে। তবে ইরানী ছবির ভালো কোন প্রিন্ট পাওয়া খুব কষ্টের ব্যাপার। তাই আসলেই শব্দের কোন সমস্যা আছে নাকি আমার দেখা প্রিন্টেই সমস্যা ছিল তা ঠিক বুঝে উঠতে পারছি না। বাকী সকল কাজ আমার মনের মত হয়েছে। আসলে এতই ভালো আর আবেগের এক মুভি যে এর কোন খুঁত বের করার চেষ্টাও করছি না।
*** এটি এমন একটি মুভি যা বুঝতে সমস্যা হবে না কোন শিশুরও। এর ভাষা এতই প্রাঞ্জল যে খুব সহজেই সবার বোধগম্য হবে। পরিবারের সবার সাথে বসে দেখার মত একটি মুভি। এখান থেকে শেখার মত রয়েছে অনেক কিছু। আমাদের পরিবারেই শুধু নয়, মুভির মধ্যেই দেখানো হয় ছোট ছেলেমেয়েদের খুনসুটি। এর মধ্য দিয়েই চেষ্টা থাকে আমাদের আনন্দ দেবার। কিন্তু ভাই বোনের সম্পর্ক যে এর চেয়েও বেশী কিছু তা বুঝতে পারবেন এই মুভিটি দেখে। নিজের ভাই অথবা বোনকে দারুণ ভাবে ফিল করবেন মুভিটি দেখে। বুঝতে পারবেন আসলে ভাই বোনের সম্পর্কের আসল মর্ম কোথায়। আজ আমাদের মধ্যকার যে সম্পর্ক তার সীমারেখা জতদুর পর্যন্ত একে দিয়েছি আমরা আসলেই কি তার গণ্ডি ততদুর পর্যন্তই? না। সম্পর্কের আসল অর্থ কোথায় তা বুঝা যায় এই মুভিতে। আমাদের বর্তমান সময়ের যান্ত্রিক জীবনের সম্পর্কের উপরে এ যেন এক ঘা। নতুন করে আবার ভাবতে শিখুন আমাদের মধ্যকার বন্ধন সম্পর্কে এই মুভির মাধ্যমে।
*** মুভিটি এমন কিছু দৃশ্য আপনার সামনে এসে দাঁড় করাবে যে আপনি নিজের অজান্তেই এর প্রশংসা করে বসবেন। হয়ত দেখবেন, আলীর বাবার সাথে কাজ খুঁজতে যাওয়া। যেখানে দেখবেন দ্বিধান্বিত বাবা, যে কিনা তার বর্তমানের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে লজ্জিত। আবার হয়ত দেখবেন, বাবা আর মার কথোপকথনের মাঝেই দুই ভাই বোনের মাঝে রাগের বিরাগের ভাবের আদান প্রদান। অথবা দেখবেন, আলীর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং দ্বিতীয় হবার জন্য যে ব্যাকুলতা। কোনটা ছেড়ে কোন দৃশ্যকে আমি শ্রেষ্ঠ বলব তা আমি নিজে বুঝতে পারছি না। এমন লোক আমি দেখি নি দৌড় প্রতিযোগিতায় পড়ে যাবার সময় যে কপাল চাপড়ায় নি। সেরা দৃশ্য বের করার দায়িত্ব দিলাম আপনাদের উপর। আপনারা মুভিটা দেখে জানান আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশী ভালো মনে হয়েছে।
*** এই মুভি নিয়ে একবার কথা শুরু করলে আর শেষ করতে ইচ্ছা করে না। তবে শেষ করতেই হবে। আপনাদের ধৈর্যের বাঁধ হয়ত ভেঙ্গে যাচ্ছে। আর তাই কথা বাড়াবো না। আইএমডিবি একে ৮.২ রেটিং দিয়েছে। রটেন টম্যাটো একে দিয়ে ৮২% রেটিং। তবুও আজ অব্দি আমার কাছে একে অন্যতম আন্ডার রেটেড মুভি বলে মনে হয়। আমি এক বাক্যে একে ৯.২ রেটিং দিতে রাজি আছি। বাকীটা এখন আপনাদের উপর। দেখে জানাবেন কিন্তু কেমন লাগলো এই মুভি……

দুই নয়নের আলো ।

আমার দেখা সবচেয়ে পছন্দের সিনেমা হচ্ছে মীনা কুমারী অভিনীত " পাকিজা " । উর্দু ছবি ।

কাল সকালে

Forrest gump


বজরংগি ভাইজান আমার দেখা এই সময়ের সেরা ছবি ।

animation movie tangled

Rang DE BASANTI !

পথের পাঁচালি

চোখের বালি

জাফর ইকবাল স্যারের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ওরা এগারোজন.

"জীবন থেকে নেওয়া" -- এই ছবিটি আমাদের পারিবারিকভাবে অন্যতম প্রিয় ছবি। বিভিন্ন জাতীয় দিবসের সময় ছবিটি দেখানো হতো (প্রথমে বিটিভি পরে অন্যান্য চ্যানেল আসাতে সেইগুলোও) আর আমরা পরিবারের সবাই আয়োজন করে ছবি দেখতে বসতাম।

veer Zara

আমার দেখা সেরা ইংলিশ মুভি ''Coyote Ugly '' - Rotten Tomatoes এর. যারা দেখেন নি তারা একবার দেকবেন , আমি থ বারবার দেখি , প্রত্যেকবার এ নতুন করে মজা পাই .

টেলিভিশন

হিন্দি - 3 idiots

আমার সেরা মুভি হিন্দি, রোবট ।

it 's love

Green Card মুভি আমার খুব পসন্দের .............

একটা মুভির নাম বলা কঠিন। তবুও বলবো----- টুয়েলভ এংরি ম্যান।

তারে জামিন পার

আবু সায়িদ পরিচালিত বাংলা ছবি - "নিরন্তর "

বাংলা মুভি : হাজার বছর ধরে
হিন্দি মুভি: তেরে নাম
ইংলিশ মুভি : টাইটানিক
হিরক রাজার দেশে

Hindi film= baghban/bibah
Dhobi Ghat
Casting- Amir Khan

রোমান হলিডে

সিটি অফ আঙ্গেল

এটাই শেষ ভালো লাগার মুভি


পথের পাচালি

Devdas

অপু ট্রিলজি

বাংলা-দীপু নম্বর টু হিন্দি- তারে জামিন পার ইংলিশ- হ্যারি পটার সিরিজ :D

সবার উপরে প্রেম.......বাংলা ছবি.

টেলিভিশন
