আজমি ইতু
প্রশ্ন করেছেন

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২ বছর মেয়াদী (সর্বোচ্চ ৪ বছর) এমফিল কোর্স এবং ৩ বছর মেয়াদী (সর্বোচ্চ ৫ বছর) পিএইচডি কোর্স চালু আছে | বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতায় সামান্য পার্থক্য রয়েছে | ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গবেষনাধর্মী কাজ হয় | এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বর্তমানে ৫টি কৃষি শিক্ষার উচ্চতর প্রতিষ্ঠান রয়েছে | এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর কথা না বললেই নয় | এখানে গবেষণার কাজ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত | ঢাকা বিশ্ববিদ্যালয় এ এমফিল ডিগ্রিতে ভর্তির জন্য প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই প্রথম শ্রেণী বা ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে | এছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতকে কমপক্ষে ২য় বিভাগ বা শ্রেণী থাকতে হবে | তবে বিশেষ ক্ষেত্রে বিভাগের অ্যাকাডেমিক কমিটির সুপারিশে অ্যাকাডেমিক কাউন্সিল যোগ্যতা শিথিল করতে পারে | এমফিল ডিগ্রির শিক্ষার্থীকে ১ম বর্ষ শেষে ২০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় | প্রতিটি কোর্সের কোর্স টিচারসহ ২ জন পেপার সেটার এবং পরীক্ষক থাকবেন |লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাস নম্বর হলো ৫০% | পাস নম্বর পেতে ব্যর্থ বা পরীক্ষায় অংশগ্রহণ না করলে পরবর্তী শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হয়ে পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যাবে | যেসব ছাত্র ভালো ফলাফল নিয়ে এমফিল কোর্সগুলোর ১ম বর্ষ শেষ করেছেন তাদের কোর্সটিকে সুপারভাইজার এবং বিভাগের অ্যাকাডেমিক কমিটির পরামর্শে পিএইচডি প্রোগ্রামে রূপান্তর করা যেতে পারে | রাজশাহী বিশ্ববিদ্যালয় এ এমফিলের জন্য ৩ মাসের মধ্যে একটি সেমিনারে গবেষণা প্রস্তাব উত্থাপন এবং ২ বছর থেকে সর্বোচ্চ ৫ বছরের মধ্যে মধ্যে একটি থিসিস জমা দিতে হয় | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এমফিলের জন্য ক্যারিয়ারে সব ১ম বিভাগ লাগবে, না থাকলে কোনো অনুমোদিত কলেজ বা গবেষনামূলক প্রতিষ্ঠানে ২ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে | বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ এমফিলে ভর্তির ক্ষেত্রে কোনো প্রার্থীর ন্যূনতম একটি স্বীকৃত গবেষণাধর্মী প্রকাশনা কিংবা মাঠপর্যায়ের সফল গবেষণা থাকলে তাকে অগ্রাধিকার দেয়া হয় |

সকল সার্টিফিকেটে ৫০% এর অধিক মার্কস থাকতে হবে। দুইয়ের অধিক ১ম শ্রেণি থাকতে হবে। অন্যথায় অনার্স ক্লাসে ১০ বছরের ঊর্ধ্বে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করা যায় না। যেমন নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুলোতে এই কোর্স চালু হয়নি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে আমার জানা মতে এমফিল করা যায় না।
