সাস্থ্য এ সকল সুখের মূল... সাস্থ্য ভালো থাকলে মন এমনিতে ই ভালো থাকে যদি অন্য কোনো পারিপার্শিক কারণ মনের উপর হানা না দেয়... সাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত পরিমান মত খেতে হবে,সুষম খাবার এর একটি তালিকা তৈরী করে নিয়মিত খান,পরিমিত ঘুমান,প্রতিদিন সময় করে হাটাহাটির অভ্ভাস করুন এবং হালকা বেয়াম করুন... প্রচুর পরিমানে পানি খান, প্রাণ খুলে হাসুন...চাপ মুক্ত থাকার চেষ্টা করুন... মাঝে মাঝে প্রিয় কোনো মানুষ কে নিয়ে কথাও থেকে বেরিয়ে আসুন... মনে হচ্ছে অনেক কাজ?? শরীর আর মন ভালো থাকার সাথে নো কম্প্রমায়স... তাই একটু সচেতন তো হতে ই হবে...:D
স্বাস্থ্য ও মন ভালো ভালো রাখার উপায় কিন্তূ উপরে সবাই সুন্দর করেই লিখে দিয়েছেন আপনার জন্য..এর পর ও আমি একটু না বললে কি হয়..হাহাহা..আমি বলব আপনি যথা সময়ে খাবার খাবেন.মানে সকালের নাস্তা আপনাকে খেতে হবে ৭/৮ টার মধ্যেই.দুপরের খাবার খাবেন সর্বোচ্চ ১ টার মধ্যে.সন্ধ্যার নাস্তা করবেন ৫ টার মধ্যে.এবং রাতের খাবার পরিমানের তুলনায় হালকা কম খাবেন কিন্তূ ১০ টার মধ্যেই আপনাকে (সাপার) রাতের খাবার খেতে হবে.এতক্ষণ বললাম খবরের কথা..আপনি যদি এই নিয়মে চলেন তাহলে মন তো ভালো হবেই.কারণ মন ভালো হওয়ার বা রাখার একমাত্র কারণ হলো সু-সাস্থ্য. মনে রাখবেন সাস্থ্য ভালো তো মন ভালো,সাস্থ্য ভালো নেই তো মন ও ভালো নেই. আমি জানি হয়ত আমার উত্তর পড়ে আপনার এমন মনে হবে যে..আপনি কোনো ডাক্তার এর চেম্বারে গিয়ে পরামর্শ নিচ্ছেন.এমন টা মনে হলেও কিন্তূ পরামর্শ গুলো অনেক ভালো..
এক বাক্যে!! কি করে সম্ভব? মিয়া মজা লন নাকি আমার লগে?
মন ভাল থাকলে স্বাস্থ এমনিতেই ভাল হয়ে যায়.......................
তাই মন ও স্বাস্থ ভাল রাখার কিছু টিপস দেওয়া হল..............
১. নেতিবাচক চিন্তা করার বদলে ইতিবাচক চিন্তা করুন।
২. বিপদে মনোবল হারাবেন না।
৩. সফল ব্যক্তিদের জীবনী পড়ুন।
৪. প্রিয়জনের সঙ্গে কাটান।
৫. পরিবার বা বন্ধুদের সাথে বেড়াতে যান।
৬. নিজেকে কখনোই দুঃখী মানুষ ভাববেন না।
৭. ভালো কোনো গল্পের বই পড়ুন, ভালো চলচ্চিত্র দেখুন।
৮. শিল্প-সাহিত্যবিষয়ক প্রদর্শনী দেখতে যান।
৯. প্রিয়জনদের সাথে যোগাযোগ করুন। তাদের উপহার দিন।
১০. সুখ স্মৃতি স্মরণ করুন।
১১. প্রিয় বন্ধুর সঙ্গে কষ্ট ভাগ করুন।
১২. মুক্ত বাতাসে, খোলা আকাশের নিচে হাঁটুন।
১৩. ছুটির দিনে দূরে কোথাও পিকনিকে যান বা বেড়াতে যান।
১৪. সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন।
১৫. অফিস বা পড়ার টেবিলে ছোট্ট ফুলদানিতে তাজা ফুল রাখুন।
১৬ কাজের মাঝে বিরতি দিন
১৭. নির্জনে কোনো এক স্থানে বসে ২০ থেকে ৩০ মিনিট নিয়মিত মেডিটেশন বা ধ্যান করুন।
১৮. দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন।
১৯. সুষম খাবার খান।
২০. সৃজনশীল কাজ করুন।
স্বাস্থ্য ও মন ভালো রাখতে ভালো রাখতে চান?আপনি নিয়মিত ঘুম এবং নিয়মিত খাবার খান.যেমন দৈনিক কম করে হলেও আপনাকে ৬/৭ ঘন্টা ঘুমাতে হবে এবং নিয়মিত ও পরিমান মত খবর খেতে হবে..
স্বাস্থ্য ও মন ভালো ভালো রাখার প্রথম ও প্রধান উপায় হলো শারীরিকচর্চা l এটি আপনার শরীরকে ভালো রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না এবং মনকেও অনেক বেশি হালকা এবং ফুরফুরে আমেজ দেয় l
স্বাস্থ্য ও মন ভালো রাখতে ভালো রাখতে চান?আপনি নিয়মিত ঘুম এবং নিয়মিত খাবার খান.যেমন দৈনিক কম করে হলেও আপনাকে ৬/৭ ঘন্টা ঘুমাতে হবে এবং নিয়মিত ও পরিমান মত খবর খেতে হবে..
আমি যখন কিছু করি তখন তার মাজেই হারিয়ে যাই অন্তহীন ভাবে ...
সাস্থ ভালো রাখার জন্য আপনাকে রীতিমত খাবার খেতে হবে.... আর মন ভালো রাখার জন্য কারো সাথে রাগ না করে তাকে ও বাজানোর চেষ্টা করুন এবং নিজেও একটু ছাড় দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে ...