
রাতে ঢাকা দেখতে কেমন................প্রশ্নটা যত সহজ...............উওর দেয়াটা ততটাই মুশকিল ঢাকার রাতের তো বৈচিএতার অভাব নাই............31 night এ এক রখম।১৩ ই ফেব্রুয়ারি রাত এক রখম ১৪ই ফেব্রুয়ারি রাত অন্য রখম।২১শে ফেব্রুয়ারি রাত এক রখম। ২৬ শে মার্চের রাত এক রখম।১৪ এপ্রিলের রাত এক রখম।1st মের রাত এক রখম। ১৬ই ডিসেম্ভরের রাত এক রখম।শবে-বরাত,ঈদ,জন্মদিন,পূজা,বড়দিন এসব তো আছেই......বিভিন্ন প্রাপ্তি আর হাড়ানোর কত জনের কত রাত..............কত আন্দলনের রাত!!!!!!!!টি.এস.সিতে রাত এক রখম তো বংশালেই অন্য রখম..........কোনটা বলব???

সময় ভেদে রাতের ঢাকা একেক রকম হয়ে থাকে... গরমের সময় রাতের ঢাকা দেখে মনে কেমন যেন একটা শান্তি শান্তি ভাব চলে আসে... কিন্তু শীতের সময় রাতের ঢাকা কষ্টের নগরীতে পরিনত হয়,,যখন দেখি শীত লুকানোর অভাবে মানুষগুলো আগুন জালিয়ে তার পাশে সারারাত বসে থাকে...

হলুদ বাতিতে রাতের ঢাকা দেখতে অনেক সুন্দর।

রাতের ঢাকাঃ হাজার বাতির গল্প

আমার কাছে অসাধারণ লাগে রাতের ঢাকা
