
ইনস্ট্যান্ট নুডলস বা রেডি ফুড যেমন: নাগেট,সিঙ্গারা,আলু পুরি,চপ তৈরী করতে পারেন | আর বানানোর পদ্ধতি প্যাক এই দেয়া আছে | আর আরো সহজ ও চট জলদি করতে হলে কাপ নুডলস আর কোনো বিকল্প মনে হয় নাই,গরম পানি দিলেই রেডি |

ইনস্ট্যান্ট নুডলস ;) প্যাকেট-এর নির্দেশনা ফলো করুন - ব্যাস, দুই মিনিট!

আমি তো ক্ষুদা লাগলেই (যখন আলসেমি মুডে থাকি) ম্যাগি সুপ খাই. নো সুগার নো অয়েল সো ডায়েটিং টাও হয়ে যায়..আবার পেট ও ভরে ..এক ঢিলে দুই পাখি ....

সাধারন চাপটা পিঠা - ১. মিষ্টি রেসিপি - এক কাপ চালের আটা/ ময়দা, আধাচামচ কর্ন-ফ্লাওয়ার, একটা ডিম, চার চামচ দুধ, এক চিমটি লবন, দুই চামচ চিনি একসাথে ভালো করে ফেটিয়ে/ মিশিয়ে নিয়ে, ফ্রাইপ্যানে অল্প তেলে ভেজে, গরম গরম পরিবেশন করুন| . . . ২. নোনতা রেসিপি - এক কাপ চালের আটা/ ময়দা, আধাচামচ কর্ন-ফ্লাওয়ার, একটা ডিম, এক চিমটি লবন, সামান্য করে ধনেপাতা কুচি, পিয়াজ কুচি, জিরার গুড়া, গোলমরিচের গুড়া একসাথে ভালো করে ফেটিয়ে/ মিশিয়ে নিয়ে, ফ্রাইপ্যানে অল্প তেলে ভেজে, গরম গরম পরিবেশন করুন| নিজের রুচি অনুযায়ী অন্য সবজি ও মসলা ব্যবহারে করে ও মাত্রার কম-বেশি করে বৈচিত্র আনতে পারেন| . . . আনুসঙ্গিক জিনিস-পত্র কাছেই থাকলে সব মিলিয়ে মাত্র পাঁচ মিনিটেই সম্ভব চারটা পিঠা বানানো, তুলনামূলক খরচও অনেক কম| সাধারন চাপটা পিঠার এই রেসিপি বিভিন্ন স্বাদে সমগ্র বিশ্বেই প্রচলিত| - শুভেচ্ছান্তে ধন্যবাদ|

চিড়াভাজা = করাইয়ে তেল দাও ২ কাপ চিড়া দাও ৩ কাপ ১ মিনিট পর বাটিতে নিয়ে চিনি বা আদা কাচামরিচ দিয়ে খেলে ক্ষিদে থাকবে না আশা করি।

ঝট পট ১/২ তা ডিম দিশ্ধ করুন তারপর খোসা সরান একটু লবন মাখান আবার খান .. সব মিলিয়া ৪/৫ মিনিটএ রান্না/খাওবা দুটিই শেষ !!!

চাল, ডাল, কাঁচামরিচ ধুয়ে নিয়ে...একটু লবন, একটু হলুদ, একটু তেল......পরিমানমত পানি... ঘুটা দিয়ে চুলায় দিন। গরিবিয়ানা মশলাবিহীন খিচুড়ি~~~


ঝটপট রুটি তৈরি করা যাই রুটি বেলার ঝামেলা ছাড়াই
https://www.youtube.com/watch?v=_LcfKsXOEe4

অনেক রাত পর্যন্ত যখন জেগে থাকা হয়(মাঝরাতে ক্ষুধা লাগলে) তখন ডিম পোঁচ করি মরিচের গুঁড়ো দিয়ে অথবা প্রাণ মিঃ নুডুলস রান্না করি।
